Homeখবরদেশবিমানবন্দরে কঙ্গণাকে সপাটে চড় সিআইএসএফ জওয়ানের, কেন মারলেন, জানালেন অভিযুক্ত

বিমানবন্দরে কঙ্গণাকে সপাটে চড় সিআইএসএফ জওয়ানের, কেন মারলেন, জানালেন অভিযুক্ত

প্রকাশিত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে চণ্ডীগড় বিমানবন্দরে সপাটে চড় মারার অভিযোগ উঠেছে এক মহিলা সিআইএসএফ (CISF) জওয়ানের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত জওয়ান পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা কুলবিন্দর কৌর। কঙ্গনার কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া স্বরূপ এই ‘চড়’ বলে জানিয়েছেন অভিযুক্ত।

কঙ্গনা রানাউত বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় এই হামলার শিকার হন। তিনি জানান, কুলবিন্দর কৌর তাঁর কাজ শেষ হওয়া অবধি অপেক্ষা করেন এবং কঙ্গনা সামনে দিয়ে যাওয়ার সময় আচমকাই পাশ থেকে চড় মারেন। কঙ্গনা বলেন, “আমাকে হেনস্তা করা হয়েছে। যখন আমি ওই মহিলা জওয়ানকে জিজ্ঞেস করলাম, কেন উনি এই কাজ করলেন? উনি পালটা কৃষক আন্দোলনের কথা টেনে আনলেন।”

হামলার পর কুলবিন্দর কৌরকে বরখাস্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কুলবিন্দর কৌর তাঁর কাজের কারণ হিসেবে বলেন, “কঙ্গনা বলেছিলেন ১০০ টাকার জন্য কৃষকরা ওখানে বসে আছে। উনি কি গিয়ে বসেছিলেন সেখানে? কঙ্গনা যখন এহেন কটুক্তি করছিলেন কৃষক আন্দোলন নিয়ে, তখন আমার মা শামিল ছিলেন ওই প্রতিবাদে।”

২০২১ সালে দিল্লির রাজপথে মাসব্যাপী চলা পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরোধিতা করে কঙ্গনা রানাউত একাধিক আক্রমণাত্মক টুইট করেন। আন্দোলনরত কৃষকদের কখনও ‘খলিস্তানি’, কখনও ‘সন্ত্রাসবাদী’ বলেও উল্লেখ করেন তিনি। বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহারের ঘোষণা করার পরও তিনি কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন। সেই সময়ে কঙ্গনার মন্তব্য শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

ঘটনার পর কঙ্গনা পাঞ্জাবে বাড়তে থাকা সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “আমি উদ্বিগ্ন পাঞ্জাবে বাড়তে থাকা সন্ত্রাস নিয়ে। কী করে এদের সামলাব আমরা?”

এই ঘটনায় আরও একটি ভিডিয়ো নেটমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তাতে দেখা যাচ্ছে কঙ্গনার সঙ্গে থাকা এক ব্যক্তি বিজেপি সাংসদের ব্যাগ বয়ে আনা মহিলাকে থাপ্পড় মারছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি খবর অনলাইন।

সাম্প্রতিকতম

ইউনিয়ন ব্যাঙ্কে ৫০০ পদে নিয়োগ, মাসে বেতন ৭০ হাজার, আবেদন করুন ২০ মে’র মধ্যে

ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে ৫০০ শূন্যপদে নিয়োগ, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু ৩০ এপ্রিল থেকে, শেষ তারিখ ২০ মে।

আন্তর্জাতিক ঋণপ্রদান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান, IMF-বিশ্বব্যাঙ্ক-ADB-র সঙ্গে বৈঠকে বসছে ভারত

পাকিস্তানে আন্তর্জাতিক ঋণ কীভাবে ব্যবহার হচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত। অর্থমন্ত্রক শীঘ্রই IMF, বিশ্বব্যাঙ্ক ও ADB-র সঙ্গে বৈঠকে বসছে ঋণের পরিমাণ কমানোর দাবিতে।

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতার ইতিহাস জানার সুযোগ, সাবর্ণ সংগ্রহশালায় ইন্টার্নশিপের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য

কলকাতার ইতিহাস ও সংস্কৃতি জানার দুর্দান্ত সুযোগ! সাবর্ণ সংগ্রহশালায় ছাত্রছাত্রীদের জন্য শুরু হচ্ছে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম।

আরও পড়ুন

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জঙ্গি হামলার পর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করল কেন্দ্র

কাশ্মীরে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর কড়া নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ৪৮টি পর্যটন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে