খবর অনলাইন ডেস্ক: মঙ্গলবার চলছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটগণনা। সংসদের নিম্নকক্ষের ৫৪৩টি আসনে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচনী প্রবণতায়, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৬৫টি আসন নিয়ে এগিয়ে ছিল, সেখানে বিরোধীদের ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) ২৫৪টি আসন নিয়ে এগিয়ে ছিল। অর্থাৎ, ক্ষমতাসীন এনডিএ-কে সমানে টক্কর দিয়েছে বিরোধীদের ইন্ডিয়া।
সবচেয়ে মজার বিষয় হল, এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের বেশিরভাগ রাজ্যে গত সাধারণ নির্বাচনের তুলনায় এনডিএ কোনো লিড পায়নি। এমন পরিস্থিতিতে গত নির্বাচনে বহু রাজ্যে ক্লিন সুইপ করা বিজেপি এবারের লোকসভা নির্বাচনে কয়েকটি রাজ্যে বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে।
২০১৯-এর ফলাফলের দিকে তাকালে দেখা যাচ্ছে, এনডিএ ৩৫৩টি আসন পেয়েছিল, যেখানে বিজেপি একাই ৩০৩টি আসন পেয়েছিল। এনডিএ উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে ৬৪টি, পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ১৮টি, মহারাষ্ট্রে ৪৮-এর মধ্যে ৪১টি, বিহারে ৪০টি আসনের মধ্যে ৩৯টি, তামিলনাড়ুতে ৩৯-এর মধ্যে একটি, অরুণাচল প্রদেশে দুটির মধ্যে দুটি, অসমে ১৪টি আসনের মধ্যে নয়টি, চণ্ডীগড়ে একটির মধ্যে একটি, ছত্তীসঢের ১১টি আসনের মধ্যে নয়টি, দিল্লিতে সাতটি আসন, গোয়ায় দুটি আসনের মধ্যে একটি, গুজরাতের ২৬টি আসনই পেয়েছিল।
উল্লেখযোগ্য ভাবে, ১০টি আসনের হরিয়ানায় ১০টি, হিমাচল প্রদেশে চারটি আসনের চারটি, জম্মু ও কাশ্মীরে ছয়টি আসনের তিনটি, ঝাড়খণ্ডের ১৪টি আসনের ১২টি, কর্নাটকের ১৮টি আসনের ২৫টি, রাজস্থানের ২৫টি আসনের ২৫টি আসনে জিতেছিল এনডিএ। আর এ বার সেই পরিসংখ্যান অনেকটাই বদলে যেতে চলেছে বলে টের পাওয়া যাচ্ছে।