Amit Shah
বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ

ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় পবিত্র স্নানে অংশ নিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে যোগ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

গত মাসে গঙ্গার পবিত্র জলে স্নান করেন আদিত্যনাথ। সে বার তাঁর সঙ্গে ছিলেন তাঁর মন্ত্রিসভার বেশ কয়েক জন সদস্যও।

বিজেপি সূত্রে খবর, অমিতের এই বুধবারের সফরে একাধিক কর্মসূচি রয়েছে। তিনি এ দিন বিভিন্ন স্থানে সাধুসন্তদের সঙ্গে সাক্ষাৎও করবেন।

বেশ কয়েক মাস ধরেই অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দিরের দাবিতে সরব হয়েছে কয়েকটি হিন্দু সংগঠন। তাদের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর দেখা হতে পারে।

[ আরও পড়ুন: ‘দিল্লিতে স্বাগত’, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চাঞ্চল্যকর ব্যানারে ছয়লাপ রাজধানী ]

উল্লেখ্য, রাম মন্দির নির্মাণ সংক্রান্ত মামলাগুলি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন। হিন্দু সংগঠনগুলির ভাবাবেগে সম্মান জানাতেই বিজেপি কার্যকরী ব্যবস্থা নিতে চায়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন