Lok Sabha election

ওয়েবডেস্ক: আগামী ২০১৯ লোকসভা নির্বাচনের বছরখানেক আগে ইন্ডিয়া টু-ডের ‘মুড অব দ্য নেশন’ সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে। ওই সমীক্ষায় দেখা গিয়েছে, ২০১৪ লোকসভার নিরিখে এখন ভোট হলে বিজেপির আসন কমতে পারে প্রায় ৩৭টি অন্য দিকে কংগ্রেসের আসন বাড়তে পারে ৩৯টি।

সমীক্ষার পর্যবেক্ষণে উঠে এসেছে, ৫৪৩ আসনের লোকসভায় অর্ধেকাংশ অর্থাৎ, ২৭২টি আসন দখল করে ফের কেন্দ্রে ফের সরকার গড়তে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। কিন্তু ২০১৪-য় প্রাপ্ত বিজেপির ২৮২-র আসন সংখ্যা এ বার নেমে যেতে পারে ২৪৫-এ। ফলে নরেন্দ্র মোদীর পক্ষে শুধুমাত্র নিজের দলের উপর নির্ভর করে সরকার গঠন করা এক কথায় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে।

bjp

 

অন্য দিকে বিজেপি সরকার গঠনের পরিস্থিতিতে পৌঁছে গেলেও ২০১৪-র তুলনায় আসন বাড়তে পরে কংগ্রেসের। সে বার কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। এ বার তা বেড়ে দাঁড়াতে পারে ৮৩-তে। যদিও কংগ্রেস নেতৃত্বের দাবি, ২০১৯ লোকসভা নির্বাচনে হাত প্রতীকে জয়ী প্রার্থীর সংখ্যা ছুঁতে পারে ১২০।

Congress

 

অন্য দিকে তৃণমূল কংগ্রেস,এআইইউডিএফ, এসপি এবং সিপিএমের মতো বিজেপি-বিরোধী দলগুলির প্রাপ্ত আসন সংখ্যা ঠেকতে পারে ১৪০-এ।


পড়তে পারেন: কী কারণে গ্রেফতারি পরোয়ানার মুখে পড়তে হল বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন