prakash raj

ওয়েবডেস্ক: তাঁর বক্তৃতার পরে গোমূত্র দিয়ে মঞ্চ শুদ্ধ করেছে বিজেপি যুবমোর্চার কর্মীরা। এমনই দাবি করলেন বিজেপি বিরোধী হিসেবে পরিচিত অভিনেতা প্রকাশ রাজ।

‘আমাদের সংবিধান আমাদের গর্ব’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিতে কর্নাটকের সিরসি শহরে গিয়েছিলেন প্রকাশ। ওই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে উত্তর কন্নড়ের বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত হেগড়ের সমালোচনা করেন প্রকাশ।

সম্ভবত এই সমালোচনা মেনে নিতে পারেনি বিজেপির যুব মোর্চার কর্মীরা। এর পরেই গোমূত্র দিয়ে মঞ্চ ‘শুদ্ধ’ করা হয়। এই সংক্রান্ত একটি খবর স্থানীয় কন্নড় সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর তা টুইট করেন অভিনেতা।

টুইটারে তিনি লেখেন, “আমি যে মঞ্চে বক্তৃতা দিয়েছিলাম, সেই মঞ্চ গোমূত্র দিয়ে শুদ্ধ করছে বিজেপি কর্মীরা। এখন থেকে আমি যেখানেই যাব সেখানেই তোমরা যাবে?”

সাম্প্রতিক ইতিহাসে গৌরী লঙ্কেশ হত্যা-সহ বেশ কয়েকটি ঘটনায় বেশ কয়েক বার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রকাশ। তার পর থেকেই বিজেপি কর্মীদের কুনজরে এসেছেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here