দেশ
প্রধানমন্ত্রীর বারাণসীতে ধাক্কা খেল বিজেপি, বিধান পরিষদের ভোটে ২টি আসন খোয়াল সপার কাছে
ওই দুই বিধান পরিষদ আসনের একটি শিক্ষকদের জন্য সংরক্ষিত এবং অন্যটি স্নাতকদের জন্য সংরক্ষিত।

খবর অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী (Varanasi) কেন্দ্রে জোর ধাক্কা খেল বিজেপি। এখানে দু’টি বিধান পরিষদ আসনের নির্বাচনে তারা সমাজবাদী পার্টির কাছে পরাজিত হল। গত ১০ বছর ওই দুটি আসন বিজেপিরই (BJP) দখলে ছিল।
ওই দুই বিধান পরিষদ আসনের একটি শিক্ষকদের জন্য সংরক্ষিত এবং অন্যটি স্নাতকদের জন্য সংরক্ষিত। উল্লেখ্য, ২০১৯-এর নির্বাচনে এই বারাণসীরই লোকসভা কেন্দ্র থেকে মোদী সমাজবাদী পার্টির প্রার্থীকে ৪৫ শতাংশেরও বেশি ভোটে হারিয়েছিলেন।
স্নাতকদের জন্য সংরক্ষিত আসন থেকে জিতেছেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) আশুতোষ সিনহা। শনিবার এই আসনের ফল ঘোষিত হয়। এর আগের দিন শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে জেতেন ওই দলেরই লাল বিহারী যাদব।
গত মঙ্গলবার উত্তরপ্রদেশ বিধান পরিষদের (UP Legistative Council) ১১টি আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট নেওয়া হয়। এর মধ্যে ৫টি আসন স্নাতকদের জন্য এবং ৬টি আসন শিক্ষকদের জন্য সংরক্ষিত।
বিধান পরিষদের ওই ১১টি আসনের আগেকার প্রতিনিধিদের মেয়াদ গত ৬ মে শেষ হয়ে যায়। ওই ১১ আসনের জন্য ১৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এঁদের মধ্যে বিজেপি, সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের শিক্ষক সংগঠনের প্রার্থীরাও ছিলেন।
শনিবার পর্যন্ত ২টি আসনের ফল আসা বাকি রয়েছে। এখনও পর্যন্ত ১১টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪টি, সমাজবাদী পার্টি ৩টি এবং নির্দল ২টি আসনে জিতেছে।
শাসক দল বেশি আসনে জিতলেও ফল প্রত্যাশামতো নয়, বিশেষ করে যখন সমাজবাদী পার্টির কাছে তাঁদের আসন হারাতে হয়েছে। নরেন্দ্র মোদীর বারাণসী থেকে সপার জয়ে অনেকেই বিস্মিত।
বারাণসী ডিভিশন শিক্ষক কেন্দ্র থেকে জয়ী লাল বিহারী যাদব বলেছেন, “এটা বিশাল জয়। এই ফলে আমি খুব খুশি।”
ভারতের যে ছ’টি রাজ্যে আজ বিধান পরিষদ আছে তার মধ্যে উল্লেখযোগ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। এই রাজ্যের বিধান পরিষদে ১০০টি আসন রয়েছে।
বারাণসী বরাবরই বিজেপির দুর্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’ বার এই কেন্দ্র থেকে জিতেছেন। প্রথম বার ২০১৪-য়। সে বার দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৩৬ শতাংশের বেশি ভোটে পরাজিত করেন। ২০১৯-এর ভোটে মোদীর জয়ের ব্যবধান আরও বাড়ে। প্রতিপক্ষ সমাজবাদী পার্টির প্রার্থীর চেয়ে ৪৫ শতাংশ বেশি ভোট পান। সে বার মোদী পান মোট প্রদত্ত ভোটের ৬৩.৬২% এবং সপা প্রার্থী পান ১৮.৪%। ২০১৪-এর আগে এই বারাণসী লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির মুরলী মনোহর জোশী।
খবরঅনলাইনে আরও পড়ুন
কেন্দ্র-কৃষক পঞ্চম দফার বৈঠকেও অধরা রফাসূত্র!
দেশ
করোনা নির্দেশিকার মেয়াদ বেড়ে ৩১ মার্চ, সমস্ত রাজ্যকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ কেন্দ্রের
কেন বাড়ল নির্দেশিকার মেয়াদ? কী বলল স্বরাষ্ট্রমন্ত্রক?

খবর অনলাইন ডেস্ক: কোথাও কোথাও ইতিবাচক পরিস্থিতি দেখা গেলেও করোনা সংকট থেকে এখনও মুক্ত নয় দেশ। পরিস্থিতি বিবেচনা করে সারা দেশে করোনা নির্দেশিকার মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে সমস্ত রাজ্যকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিল স্বরাষ্ট্রমন্ত্রক।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশে একটি চিঠি লিখেছেন। চিঠিতে সমস্ত রাজ্যকে সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কী বলছে স্বরাষ্ট্রমন্ত্রক
স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, ‘করোনা ভাইরাস সম্পর্কিত নির্দেশিকা কঠোর ভাবে অনুসরণ করা উচিত। সংশ্লিষ্ট প্রশাসনের জারি করা নির্দেশিকা অনুসরণ করে সমস্ত কাজকর্মে অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলির সঙ্গে বাণিজ্য এবং পণ্য আমদানি-রফতানিতে কোনো বাধা থাকবে না।
মন্ত্রক আরও বলেছে, গত কয়েক মাসের তুলনায় দেশে সক্রিয় রোগী এবং নতুন করে আক্রান্তের সংখ্যা যথেষ্ট হ্রাস পেয়েছে। তবে, মহামারি থেকে পুরোপুরি মুক্ত হওয়ার জন্য, সতর্কতা এবং নিবিড় ভাবে পর্যবেক্ষণ প্রয়োজন।
কী এই করোনা নির্দেশিকা
করোনা মহামারি মোকাবিলায় গত ২৭ জানুয়ারি নতুন করে নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক। ওই নির্দেশিকায়, কোভিড স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল, থিয়েটারগুলিতে একশো শতাংশ দর্শক নিয়ে চালানোর অনুমতি দেওয়া হয়। সাধারণের জন্য সুইমিং পুলও ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। এক রাজ্যে থেকে অন্য রাজ্যে মানুষ এবং পণ্য পরিবহণের উপর থেকেও সমস্ত রকমের বিধিনিষেধ তুলে নেওয়া হয়।
আন্তর্জাতিক উড়ানেও বেড়েছে বিধিনিষেধের মেয়াদ
আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ানের উপর বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে বিবৃতিতে দিয়ে জানিয়ে দেওয়া হয়, এই বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
অসমারিক বিমান পরিবহণমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী বিমান পরিবহণের উপর বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত বাড়িয়েছে। বিজ্ঞপ্তির বৈধতা ৩১ মার্চ রাত ২৩.৫৯টা পর্যন্ত কার্যকর থাকবে।
কেন বাড়ল বিধিনিষেধের মেয়াদ
ভারতের শেষ কয়েকদিনের করোনা-গ্রাফ নতুন করে সতর্কতামূলক ইঙ্গিত দিচ্ছে। শনিবার সকালে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা পার হল ১৬ হাজারের গণ্ডি, অন্য দিকে শুধুমাত্র মহরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা আট হাজারের উপরে! অর্থাৎ, সারা দেশে মোট আক্রান্তের ৫০ শতাংশের বেশি শুধুমাত্র এই একটি রাজ্যেই।
বিস্তারিত পড়ুন এখানে: নতুন করে কোভিড আক্রান্তের ৫০ শতাংশের বেশি একটি রাজ্যেই
দেশ
আন্তর্জাতিক উড়ানের উপর বিধিনিষেধের মেয়াদ বাড়াল কেন্দ্র
৩১ মার্চ পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ!

নয়াদিল্লি: আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ানের উপর বিধিনিষেধের মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার। শুক্রবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে বিবৃতিতে দিয়ে জানিয়ে দেওয়া হয়, এই বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
অসমারিক বিমান পরিবহণমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী বিমান পরিবহণের উপর বিধিনিষেধের মেয়াদ ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত বাড়িয়েছে। বিজ্ঞপ্তির বৈধতা ৩১ মার্চ রাত ২৩.৫৯টা পর্যন্ত কার্যকর থাকবে।
তবে এই নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে চলাচলকারী সমস্ত বিমানের উপর কার্যকর নয়। যেমন এই বিধিনিষেধ আন্তর্জাতিক পণ্যবাহী বিমান চলাচলের ক্ষেত্রে অনুমোদিত বিমানের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি অনুযায়ী বাছাই করা কিছু যাত্রাপথে নির্দিষ্ট কিছু উড়ানকে অনুমতি দেওয়া যেতে পারে।
প্রসঙ্গত গত বছরের মার্চ মাসে করোনাভাইরাস অতিমারির জেরে আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত। তার পরে বিভিন্ন দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ তৈরি করে বর্তমানে আন্তর্জাতিক বিমান পরিষেবা চলছে। পুরোদস্তুর পরিষেবা এখনও চালু হয়নি। ফলে এমনিতেই স্বাভাবিকের থেকে অনেক কম আন্তর্জাতিক বিমান চলছে।
এরই মধ্যে গত ডিসেম্বরে করোনার নতুন প্রজাতির সংক্রমণ নিয়ে ব্রিটেনে নতুন করে উদ্বেগ বেড়ে যাওয়ার কারণে সেই পরিষেবাও বন্ধ রাখা হয়। পরে অবশ্য সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।
আরও পড়তে পারেন: যৌন হয়রানির অভিযোগকে কার্পেটের নীচে চেপে রাখা যায় না: সুপ্রিম কোর্ট

খবর অনলাইন ডেস্ক: ভারতের শেষ কয়েকদিনের করোনা-গ্রাফ নতুন করে সতর্কতামূলক ইঙ্গিত দিচ্ছে। শনিবার সকালে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা পার হল ১৬ হাজারের গণ্ডি, অন্য দিকে শুধুমাত্র মহরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা আট হাজারের উপরে! অর্থাৎ, সারা দেশে মোট আক্রান্তের ৫০ শতাংশের বেশি শুধুমাত্র এই একটি রাজ্যেই।
নতুন আক্রান্ত ১৬ হাজারের বেশি
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী শুক্রবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১০ লক্ষ ৭৯ হাজার ৯৭৯। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৮৮ জন।
এ দিন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ৩ হাজার ৬০৪ জন। বর্তমানে দেশে ১.৪৪ শতাংশ কোভিডরোগী চিকিৎসাধীন। আগের দিন এই হার ছিল ১.৪১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আগের দিনের থেকে কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১১৩ জনের, এর মধ্যে ৪৮ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। ভারতে এখন মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৬ হাজার ৯৩৮। মৃত্যুহার ১.৪২ শতাংশের আশেপাশে রয়েছে।
দৈনিক সুস্থতার সংখ্যাটি এ দিন ফের ১২ হাজারের উপরে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৭১ জন। দেশে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭ লক্ষ ৬৩ হাজার ৪৫১ জন। দেশে এখন সুস্থতার হার রয়েছে ৯৭.১৪ শতাংশ।
মহারাষ্ট্রের করোনা-পরিস্থিতি
শেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৩৩। এই সময়কালে সুস্থতার সংখ্যা যথাক্রমে ৪ হাজার ৯৩৬।
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ২১ লক্ষ ৩৮ হাজার ১৫৪, সুস্থ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৩০৩ জন, মৃত ৫২ হাজার ৪১ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬৮ হাজার ৮১০ জন কোভিডরোগী।
পশ্চিমবঙ্গের করোনা-পরিস্থিতি
রাজ্যের কোভিড পরিস্থিতির বিশাল অবনতি না হলেও, সামান্য চিন্তা তৈরি করছে বইকি। দু’দিন পর রাজ্যে সংক্রমণের হারটি ফের ১ শতাংশের ওপরে উঠে গিয়েছে। এ দিকে দৈনিক সংক্রমণ এবং দৈনিক সুস্থতার সংখ্যায় পার্থক্যটাও কমতে শুরু করেছে। কিছুদিনের মধ্যে রাজ্যে দৈনিক সুস্থতা ফের দৈনিক সংক্রমণের নীচে চলে আস্তে পারে, এমন আশঙ্কাও করা হচ্ছে।
বিস্তারিত পড়তে পারেন এখানে ক্লিক করে: রাজ্যের সংক্রমণের হার বেড়ে ফের ১ শতাংশের ওপরে, সক্রিয় রোগী কমল মাত্র ১০
-
প্রযুক্তি3 days ago
রান্নার গ্যাসের ভরতুকির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি না, কী ভাবে দেখবেন
-
দেশ18 hours ago
পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট, কলকাতায় ভোট ২৬ ও ২৯ এপ্রিল
-
কলকাতা2 days ago
শুধু দড়ি বেঁধে ম্যানহোলের কাজ করতে নেমে কুঁদঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ শ্রমিক
-
প্রযুক্তি2 days ago
সোশ্যাল, ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ কেন্দ্রের