অরুণাচল প্রদেশের সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী ৪৬ বছরের কালিখো পুলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হল ইটানগরে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে। পদ খোয়ালেও কালিখো মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়েননি। মঙ্গলবার সেই বাসভবনের একটি ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় মাস খানেক আগে তিনি মুখ্যমন্ত্রিত্ব খোয়ান। তার পরেই এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই সন্দেহ দানা বাঁধছে তাঁর মৃত্যুকে ঘিরে।
২০১৫ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত অরুণাচল প্রদেশে কংগ্রেস সরকারের হয়ে মুখ্যমন্ত্রিত্ব করেন নবম টুকি। এর পর কালিখো পুলের বিদ্রোহে টুকি মুখ্যমন্ত্রী পদ খোয়ান এবং কংগ্রেসের ৪৭ জন বিধায়কের মধ্যে পুল-সহ ২১ জন টুকির প্রতি অনাস্থা জানিয়ে দল ত্যাগ করেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়। এর পর সঙ্গী বিধায়ক ও বিজেপির সমর্থন নিয়ে ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী হন পুল। জুলাই মাসে সুপ্রিম কোর্ট রায় দেয়, পুলের সরকার অসাংবিধানিক। রায়ে নবম টুকির সরকারকে পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হয়।
মুখ্যমন্ত্রিত্ব হারানোর পর থেকেই অবসাদে ভুগছিলেন পুল। তার পরেই এই মৃত্যুর ঘটনা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।