ওয়েবডেস্ক: রারজনীতে যোগ দিলেন বলিউড অভিনেত্রী ইশা কপিকর। ক’দিন ধরেই মুম্বইয়ের বেশ কয়েকজন অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল।
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরির হাত ধরে ইশা যোগ দেন বিজেপিতে। তিনি বিজেপির উইম্যান ট্রান্সপোর্ট উইংয়ের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন।

রামগোপাল ভার্মার ‘কোম্পানি’-তে তাঁকে প্রথম দেখে হিন্দি ছবির দর্শক। এ ছাড়া তামিল, তেলুগু, মরাঠী এবং কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করেছেন।
[ আরও পড়ুন: উচ্চবর্ণের জন্য সংরক্ষিত ১০ শতাংশ আসনে প্রার্থী নিয়োগ শুরু ]
গত শনিবার বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছিলেন, কংগ্রেস কিছু ‘চকোলেটি মুখ’কে দলে নিচ্ছে। তার পর দিনই বিজেপিতে ইশা।
বিজেপিতে যোগ দেওয়ার পরই জোর জল্পনা, আগামী লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন ইশা। আপাতত জানা গিয়েছে, মহারাষ্ট্রের কোনো কেন্দ্রে তিনি প্রার্থী হতে পারেন।
Mumbai: Actor Isha Koppikar appointed as Working President of BJP Women Transport Wing https://t.co/qlDOSowrcT
— ANI (@ANI) January 27, 2019
উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারিতেই বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। এর পর সম্ভাব্য তালিকায় রয়েছে আরও কয়েকটি নাম।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।