এক সপ্তাহে তৃতীয়বার দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে পড়ুয়া ও অভিভাবকরা
শনিবার দিল্লির বেশ কয়েকটি স্কুল, যার মধ্যে ডিপিএস আর কে পুরম অন্যতম, বোমা হামলার হুমকি সংক্রান্ত ইমেইল পেয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এর আগে শুক্রবার প্রায় ৩০টি বেসরকারি স্কুল একই ধরনের হুমকি ইমেইল পেয়েছে। এই সপ্তাহে এটি দ্বিতীয়বার ঘটল।
গত ৯ ডিসেম্বরও ৪৪টি স্কুলে একই ধরনের হুমকি ইমেইল পাঠানো হয়েছিল, যা পরে ভুয়ো প্রমাণিত হয়।
ইমেইলের বক্তব্য
ইমেইলে জানানো হয়, স্কুল প্রাঙ্গণে বিস্ফোরক রাখা হয়েছে যা “ভবন ধ্বংস এবং মানুষকে আঘাত করার মতো শক্তিশালী।” বিস্ফোরণের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে ১৩ ও ১৪ ডিসেম্বর।
ডার্ক ওয়েব গ্রুপের দাবি
হুমকির বার্তা একটি ডার্ক ওয়েব গ্রুপ থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বার্তায় স্কুলগুলির নিরাপত্তার ত্রুটি নিয়ে ইঙ্গিত করা হয়েছে। বিশেষত, প্রতিদিন একই সময়ে স্কুলের শুরু এবং শেষে এবং প্রবেশ পথে ব্যাগ চেকিংয়ের অভাব উল্লেখ করা হয়েছে।
পুলিশের প্রতিক্রিয়া
দিল্লি পুলিশ ইতিমধ্যেই বিষয়টি তদন্ত শুরু করেছে। নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা বৃদ্ধি করা হয়েছে, এবং হুমকি পাওয়া প্রতিটি স্কুলে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক
বারবার বোমা হামলার হুমকি নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই ধরনের ঘটনা শুধু স্কুলগুলোর স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে না, বরং শিক্ষার্থীদের মানসিক চাপও বাড়িয়ে তুলছে।