কোট্টায়াম : একসময় সম্পর্কে থাকলেও আজকাল যোগাযোগ তেমন ছিল না। বাড়ির অমত থাকায় পিছিয়ে আসে বছর কুড়ির লক্ষ্মী। কিন্তু প্রেমিক আদর্শ সে সব মানতে নারাজ। সম্পর্ক ভাঙ্গার জেরে লক্ষ্মীর গায়ে আগুন দিয়ে নিজেকেও শেষ করতে চেয়েছিল আদর্শ। হলও তাই। বুধবার রাতে কোট্টায়ামের হাসপাতালে মৃত্যু হল দু’জনেরই।
লক্ষ্মী আর আদর্শ দু’জনেই কেরলের স্কুল অব মেডিক্যাল এডুকেশনের পড়ুয়া। ফিজিওথেরাপির স্নাতকোত্তর স্তরের পরীক্ষা চলছিল লক্ষ্মীর। বিরতিতে এসে আদর্শ কথা বলতে চায় লক্ষ্মীর সঙ্গে। লক্ষ্মী রাজি না হওয়ায় প্রাক্তন প্রেমিকার গায়ে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে জ্বালিয়ে দেয় আদর্শ। নিজের গায়েও পেট্রোল ঢেলে ফেলেছিল সে। লক্ষ্মীর সহপাঠীরা তাঁদের বাঁচাতে এলে তাঁদের দু’জনের গায়েও আগুন লাগিয়ে দেয় ২৬ বছরের তরুণ প্রেমিক।
স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায়, দেহের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে আদর্শের। লক্ষ্মীর দেহেরও ৬৫ ভাগই জ্বলে গিয়েছে ততক্ষণে। অবশেষে বুধবার সন্ধ্যাবেলা আধ ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয় দু’জনের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সহপাঠী দু’জনের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। চিকিৎসা চলছে তাদের।