বৃষ্টিতে সেতু ধসে ভেসে গেল দু’টি বাস, মৃত ২ নিখোঁজ ২০

0

এক টানা বৃষ্টির জেরে সেতু ধসে ভেসে গেল দু’টি সরকারি বাস। নিখোঁজ হয়ে যান ২২ জন। ২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি ২০ জনের তল্লাশি চলছে। এটা সরকারি হিসেব। বেসরকারি মতে নিখোঁজের সংখ্যা আরও বেশি হতে পারে।   

দুর্ঘটনাটি ঘটে  মহারাষ্ট্রের মাহাড় অঞ্চলে মুম্বই-গোয়া জাতীয় সড়কে। মঙ্গলবার রাত ২টো নাগাদ সাবিত্রী নদীর ওপর ব্রিটিশ আমলে তৈরি সেতুটি জলের তোড়ে ভেঙে যায়। ঘটনার পর উদ্ধারকাজে নামে ন্যাশনাল ডিজাস্টার রেসপনস ফোর্স। এই কাজে তাদের সাহায্য করছে উপকূলরক্ষী বাহিনী। তবে প্রচণ্ড বৃষ্টি উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানান, টানা বৃষ্টির ফলে মহাবালেশ্বরের সাবিত্রী নদীর জল বেড়ে যায়। নদীর ওপর পাশাপাশি দু’টি সেতু রয়েছে। তার মধ্যে ব্রিটিশ আমলে তৈরি পুরনো সেতুটি হঠাৎ বাড়া জলের  ধাক্কা সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। এর ফলে মহারাষ্ট্রের দু’টি সরকারি বাস সাবিত্রীর জলে ভেসে যায়। বাস দু’টিতে ২২ জন যাত্রী ছিলেন।

মহারাষ্ট্রের সিএমও (মুখ্যমন্ত্রীর অফিস) থেকে জানানো হয়, এই দুর্ঘটনায় যাবতীয় কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।    

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন