bsf and pakistan rangers exchange sweets
মিষ্টি বিনিময়ের সেই মুহূর্ত। ছবি: এএনআই

ওয়েবডেস্ক: কাশ্মীরে পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, ওয়াঘা সীমান্তে তার প্রভাব খুব একটা পড়ে না। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে  উপলক্ষে ফের একবার সৌহার্দ্য এবং সম্প্রীতির ছবি দেখা গেল দুই দেশের জওয়ানদের মধ্যে।

আজ বুধবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে  ভারতের বিএসএফ মিষ্টি খাওয়ালেন পাকিস্তান রেঞ্জার্সের জওয়ানদের। বিনিময়ে পাকিস্তান রেঞ্জার্সের তরফ থেকো মিষ্টি এল। এমনই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।

তবে ওয়াঘা সীমান্তে এই দৃশ্য শুধুমাত্র বুধবারই দেখা গেল তা নয়। মঙ্গলবার ছিল পাকিস্তানের স্বাধীনতা উপলক্ষে। সেই উপলক্ষ্যে গত কালও ঠিক একই ছবি দেখা গিয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন