ওয়েবডেস্ক: কেন্দ্রের দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম বাজেট পেশ আগামী ৫ জুলাই। তার আগে বাজেট মূদ্রণের প্রারম্ভিক সূচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শনিবার অর্থ মন্ত্রকে হালুয়া অনুষ্ঠানের মাধ্যমেই বাজেট মূদ্রণের সূচনা হল। লোকসভা নির্বাচনে রীতিমতো ‘ভূমিকম্প’ ঘটিয়ে ফের ক্ষমতায় ফিরেছেন মোদী। স্বাভাবিক ভাবেই প্রথম বাজেটে বেশ কিছু চমক অপেক্ষা করে রয়েছে বলেই অনুমান ওয়াকিবহাল মহলের।
এ দিনের একটি বিশাল কড়াইয়ে তৈরি হালুয়া পরিবেশন করা হয় অর্থমন্ত্রকে। শুভ কাজ শুরুর আগে হালুয়া (এখানে ক্লিক করে পড়ুন বিস্তারিত) সমস্ত কর্মীর হাতে তুলে দেওয়া দেন সীতারমণ। তাঁকে সঙ্গত দেন অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ও অর্থ মন্ত্রকের শীর্ষ কর্মকর্তারা।

বাজেট সংক্রান্ত সমস্ত খবর পড়ুন এখানে ক্লিক করে
প্রসঙ্গত, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকার আগামী ৫ জুলাই চলতি ২০১৯-২০২০ অর্থবর্ষের শেষাংশের বাজেট পেশ করবে। লোকসভা ভোটের আগে গত ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল সরকার।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।