ঘুঁচবে ব্যবধান! এনপিএস অ্যাকাউন্টে বাড়তি সুবিধা রাজ্য সরকারি কর্মচারীদের

0
Employees
সরকারি কর্মী। প্রতীকী ছবি

নয়াদিল্লি: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) অ্যাকাউন্টে নিয়োগকর্তার অবদানের উপর কর ছাড়ের সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে এ বারের কেন্দ্রীয় বাজেটে। এই বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (PFRDA) চেয়ারম্যান সুপ্রতিম বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে নিজের কর্মচারীদের বেতনের ১৪ শতাংশ পরিমাণ অর্থ জমা রাখে কেন্দ্রীয় সরকার। ফলে আয় গণনা করার ক্ষেত্রে তা ছাড় হিসাবে পান কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে রাজ্য সরকারি কর্মীদের জন্য এনপিএস অবদানে ছাড়ের ঊর্ধ্বসীমা ১০ শতাংশ পর্যন্ত।

মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ (Union Budget 2022-23) পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রাজ্য সরকারি কর্মচারীদের এনপিএস অ্যাকাউন্টে নিয়োগকর্তার অবদানের ক্ষেত্রে কর ছাড়ের সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করার প্রস্তাব রেখেছেন। অর্থাৎ, এ বারের বাজেটে কেন্দ্রীয় এবং রাজ্য- উভয় সরকারি কর্মচারীর জন্য সমান ব্যবস্থা করা হচ্ছে।

বাজেটের এনপিএস ঘোষণা প্রসঙ্গে পিএফআরডিএ চেয়ারম্যান বলেন, “এটা রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে সামঞ্জস্য আনার জন্য একটি উল্লেখযোগ্য ঘোষণা। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত সামাজিক সুরক্ষা সুবিধা পেতে সাহায্য করবে”।

তবে ওয়াকিবহাল মহলের মতে, পশ্চিমবঙ্গের মতো কোনো কোনো রাজ্য সরকারের প্রথাগত পেনশন ব্যবস্থা চালু রয়েছে। সেখানে রাজ্য সরকারি কর্মীদের এনপিএস নেই, ফলে সেইসব রাজ্যের কর্মচারীরা এর থেকে আদৌ কোনো সুবিধা পাবেন না।

আরও পড়তে পারেন:

ক্রিপ্টোকারেন্সিতে করের খাড়া! আপনি কি বিনিয়োগ তুলে নেওয়ার কথা ভাবছেন?

ডিজিটাল বিশ্ববিদ্যালয় থেকে উৎকর্ষ কেন্দ্র, বাজেটে কী কী পেল শিক্ষা

বিরোধীদের দাবি, হতাশা ছাড়া কিছুই নেই! প্রধানমন্ত্রী বললেন, গরিবের কল্যাণেই এ বারের বাজেট

দামি হচ্ছে ছাতা, সস্তা মোবাইলের দাম! বাজেটে কীসের দাম বাড়ছে আর কমছে কীসের

আয়কর আইনের ৮০সি ধারায় ছাড়ের সীমা বাড়ল কি এ বারের কেন্দ্রীয় বাজেটে?

সাধারণ মানুষের জন্য ‘গোল্লা’! এটা পেগাসাস স্পিন বাজেট, কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

শীঘ্রই নিজের ডিজিট্যাল কারেন্সি চালু করবে রিজার্ভ ব্যাঙ্ক, ঘোষণা কেন্দ্রের বাজেটে

আগামী ৩ বছরে ৪০০ ‘বন্দে ভারত ট্রেন’, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.