কেন্দ্রীয় বাজেট ২০২৫-এ ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স (টিডিএস) ও ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স (টিসিএস) সংক্রান্ত নিয়ম সহজ করার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকারের লক্ষ্য টিডিএস ও টিসিএস ব্যবস্থাকে সহজ করে করদাতাদের উৎসাহ দেওয়া।
টিডিএস কমবে, বাড়বে সীমা
সরকার টিডিএসের হার কমানোর পাশাপাশি এর সীমাও বাড়াবে, যাতে করদাতাদের জটিলতা কমে। এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে ভাড়ার উপর টিডিএসের সীমা বছরে ২.৪০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করা হয়েছে। এর ফলে কম পরিমাণ ভাড়া পাওয়া ব্যক্তিরা টিডিএস থেকে কিছুটা মুক্তি পাবেন।
অন্যদিকে, প্রবীণ নাগরিকদের সুদের আয়ের উপর টিডিএসের সীমা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে, যা তাঁদের করের বোঝা কিছুটা কমাবে।
এলআরএস লেনদেনে বাড়ল ছাড়
লিবারালাইজড রেমিট্যান্স স্কিমের (এলআরএস) অধীনে টিসিএস ছাড়ের সীমা ৭ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। এর অর্থ, বছরে ১০ লাখ টাকা পর্যন্ত বিদেশে টাকা পাঠালে টিসিএস দিতে হবে না।
এছাড়া, বিদেশে শিক্ষা সংক্রান্ত খরচের ক্ষেত্রে যদি অর্থ কোনও নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের মাধ্যমে পাঠানো হয়, তাহলে সেই লেনদেনেও টিসিএস থাকবে না।
পণ্যের বিক্রিতে টিসিএস বাতিল
করদাতাদের জটিলতা কমাতে সরকার পণ্য বিক্রির ক্ষেত্রে টিসিএস ব্যবস্থা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, উচ্চ হারে টিডিএস কাটা হবে কেবল তখনই, যদি করদাতার স্থায়ী হিসাব নম্বর (প্যান) না থাকে।
নতুন আয়কর বিল আসছে
অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে। এতে বর্তমান কর ব্যবস্থার প্রায় অর্ধেক বিধান বহাল থাকবে, তবে মধ্যবিত্ত শ্রেণির স্বার্থরক্ষায় নতুন কিছু সংস্কার আনা হবে।