utar pradesh bus accident

ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। আহত অন্তত কুড়ি জন।

বুধবার ভোর সাড়ে পাঁচটায় মৈনপুরির তীর্থপুর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। রাজস্থানের জয়পুর থেকে উত্তরপ্রদেশের ফারুখাবাদে আসছিল বাসটি। প্রায় ৭০ জন যাত্রী সমেত এই বাস ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে উলটে যায়।

মৈনপুরির অতিরিক্ত পুলিশ সুপার ওমপ্রকাশ সিংহ জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন মহিলা। তবে সবার পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় বেঁচে গেলেও নিজের বাঁ পা হারিয়েছেন বাস চালক। পুলিশ সুপারের মতে, বাসের অধিকাংশ যাত্রীই শ্রমিক শ্রেণির ছিলেন। রাজস্থানে কাজ করে নিজেদের বাড়িতে ফিরছিলেন তাঁরা।

বাসের অনেক যাত্রীই ছাদে ছিলেন। দুর্ঘটনার ফলে তাঁদেরও অনেকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওমপ্রকাশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here