খবর অনলাইন: দেশ জুড়ে ১০ লক্ষ ব্যাঙ্ককর্মী আগামী ২৯ জুলাই ধর্মঘট করবেন। ব্যাঙ্ক শিল্প সম্পর্কে কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদেই ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে বলে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (এআইবিইএ) তরফে জানানো হয়েছে।
এআইবিইএ-র সাধারণ সম্পাদক সি এইচ বেঙ্কটচলম বলেন, ব্যাঙ্ককর্মীদের ন’টি ইউনিয়নের সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিএ) ওই ধর্মঘট ডেকেছে। ব্যাঙ্কশিল্পের সঙ্গে জড়িত ১০ লক্ষ কর্মী ও অফিসার ওই ন’টি ইউনিয়নের সদস্য।
বেঙ্কটচলম এক বিবৃতিতে জানান, মঙ্গলবার ইউএফবিএ-র তরফ থেকে ব্যাঙ্ক ধর্মঘটের নোটিশ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, পুরনো বেসরকারি ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক এবং সমবায় ব্যাঙ্কের কর্মীরা ওই ধর্মঘটে যোগ দেবেন বলে বেঙ্কটচলমের আশা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।