খবর অনলাইনডেস্ক: কলকাতার আন্দোলনের পাশে দাঁড়াতে মোমবাতি মিছিলের ডাক দেওয়া হল দিল্লির এইমসে। আন্দোলনে সংহতি জানাতে ৯ অক্টোবর মোমবাতি মিছিল করবেন দিল্লি এইমসের রেসিডেন্ট ডাক্তারেরা। সেই দিনেই আরজি করের বিচারের দাবিতে আন্দোলন দু’ মাসে পড়বে। বুধবার সন্ধ্যা ৬টায় দিল্লির জওহরলাল নেহরু প্রেক্ষাগৃহের সামনে থেকে শুরু হবে তাঁদের মোমবাতি মিছিল।
গত ৯ অগস্ট আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে টানা কর্মবিরতি শুরু করেছিলেন রাজ্যের সব মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা। সেই প্রতিবাদ, আন্দোলনের আঁচ ছড়িয়েছিল গোটা দেশের চিকিৎসকমহলে। বাংলার বাইরেও বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি ঘোষণা করেছিলেন। দিল্লি এইমসেও ১১ দিন ধরে চলেছিল রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতি। পরবর্তীতে সুপ্রিম কোর্টের অনুরোধের পর কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন তাঁরা।
রাজ্য সরকারের তরফে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর কাজে ফিরেছিলেন বাংলার জুনিয়র ডাক্তারেরাও। আংশিক ভাবে প্রত্যাহার করেছিলেন কর্মবিরতি। কিন্তু সাগর দত্ত হাসপাতালের ডাক্তারদের উপর হামলার ঘটনার পরে ফের পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেছিলেন তাঁরা। তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। সিনিয়রদের পরামর্শে এবং রোগীস্বার্থ বিবেচনা করে কাজে ফেরেন তাঁরা। বদলে যায় আন্দোলনের পন্থা। শনিবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে এবার মোমবাতি মিছিলের ডাক দিলেন দিল্লি এইমসের রেসিডেন্ট ডাক্তারেরা।
এক বিবৃতিতে দিল্লি এইমসের রেসিডেন্ট ডাক্তারেরা জানিয়েছেন, তাঁরা নির্যাতিতার বিচারের দাবিতে অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছেন। সরকার ও তদন্তকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করতে তাঁদের এই ‘সাহসী সিদ্ধান্তকেও’ কুর্নিশ জানিয়েছেন এইমসের রেসিডেন্ট ডাক্তারেরা।