হলদোয়ানি (উত্তরাখণ্ড): একেই বলে রাখে হরি মারে কে! নিজেদের ভাগ্যকেই ধন্যবাদ দিচ্ছেন এই চার জন ব্যক্তি। কোনো রকমে আটকে থাকা গাড়ি থেকে বেরিয়ে আসার পরেই ভেসে গেল তাদের গাড়ি।
ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হলদোয়ানিতে। কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে। সমতলের এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি। সেই বানের জলেই আটকে ছিল দু’টো গাড়ি এবং একটি অটো। সংবাদসংস্থা এএনআই প্রকাশিত সেই ভিডিওয় দেখা যাচ্ছে একটি লাল এবং একটি সাদা গাড়ি আটকে রয়েছে। সাদা গাড়িটার বাঁ দিকে প্রবল বেগে ধাক্কা মারছে জল। তখনই দু’টো গাড়ি মিলিয়ে ভেতরে আটকে রয়েছেন চার জন।
আরও পড়ুন দিল্লিতে বন্যার ভ্রূকুটি, যমুনা ব্রিজ বন্ধ হওয়ায় বাতিল বেশ কিছু ট্রেন
এর পর একে একে তিন জন বেরিয়ে এলেন। লাল গাড়ির ছাদে উঠে অটোর ছাদে উঠে গেলেন তাঁরা। তার পরে যেই চতুর্থ ব্যক্তি সাদা গাড়িটা থেকে বেরোলেন, মুহূর্তের মধ্যে জলের তোড়ে ভেসে গেল সেটা। এর কিছুক্ষণ পরে ভেসে যায় লাল গাড়িটাও, যদিও সেটা আর ভিডিওয় ওঠেনি।
#WATCH: Passengers in 2 cars & auto rickshaw escape just before 1 of the cars on flooded street gets washed away in water in Haldwani. The second car was also washed away after some time. #Uttarakhand pic.twitter.com/9C9J7nZadH
— ANI (@ANI) July 30, 2018
গত কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টি চলছে উত্তর ভারত জুড়ে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। আগামী আরও অন্তত ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।