খবর
নগদে লেনদেন ও নগদহীন ব্যবস্থা পাশাপাশি চলবে, বেসুরো অর্থমন্ত্রী
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী যখন সম্পূর্ণ নগদহীন অর্থনীতির পক্ষে সওয়াল করে চলেছেন, তখন তাঁর উল্টোপথে হাঁটলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৃহস্পতিবার তিনি স্পষ্টই জানালেন, নগদহীন অর্থনীতি কখনোই নগদে লেনদেনের সম্পূর্ণ বিকল্প হতে পারে না। নগদে লেনদেন আর নগদহীন অর্থনীতি, দুটি ব্যবস্থাই সমান্তরাল পথে চলবে। অর্থ মন্ত্রকের অন্তর্গত পরামর্শদায়ক কমিটির মিটিং-এ জেটলি এ দিন বলেন, “নগদহীন ব্যবস্থা হচ্ছে আসলে […]
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী যখন সম্পূর্ণ নগদহীন অর্থনীতির পক্ষে সওয়াল করে চলেছেন, তখন তাঁর উল্টোপথে হাঁটলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৃহস্পতিবার তিনি স্পষ্টই জানালেন, নগদহীন অর্থনীতি কখনোই নগদে লেনদেনের সম্পূর্ণ বিকল্প হতে পারে না। নগদে লেনদেন আর নগদহীন অর্থনীতি, দুটি ব্যবস্থাই সমান্তরাল পথে চলবে।
অর্থ মন্ত্রকের অন্তর্গত পরামর্শদায়ক কমিটির মিটিং-এ জেটলি এ দিন বলেন, “নগদহীন ব্যবস্থা হচ্ছে আসলে কম নগদের অর্থনীতি, কারণ কোনো অর্থনীতিই সম্পূর্ণ ভাবে নগদহীন হতে পারে না।” জেটলি এ দিন বলেন, কেন্দ্র আর রিজার্ভ ব্যাঙ্ক চেষ্টা করছে কী ভাবে ডিজিটাল লেনদেনের খরচা আরও কমানো যায়। তবে প্রধানমন্ত্রী নগদহীন অর্থনীতির বার্তা সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন বলে জানান অর্থমন্ত্রী। নগদহীন ব্যবস্থায় সাইবার নিরাপত্তাজনিত কিছু সমস্যা দেখা যেতে পারে, সে প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র।
অন্য দিকে নোট বাতিল ইস্যুতে ফের একবার কেন্দ্রকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত। কী ভাবে কিছু লোকের থেকে নতুন নোটে বেশি টাকা উদ্ধার হচ্ছে যখন দেশের অধিকাংশ মানুষ ২৪ হাজার টাকা পর্যন্ত তুলতে পারছেন না, সে ব্যাপারে কেন্দ্রকে প্রশ্ন করে প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
শীর্ষ আদালতের এই প্রশ্নের উত্তরে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি জানান, কিছু কিছু ব্যাঙ্কের ম্যানেজার মুষ্টিমেয় কিছু মানুষের হাতে বেআইনি ভাবে বেশি পরিমাণে টাকা তুলে দিচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।
রাজ্য
লড়াই মুখোমুখি! নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী
কোন কেন্দ্রে কে প্রার্থী বিজেপির?

খবর অনলাইন ডেস্ক: শনিবার প্রথম দু’দফার ৫৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এ দিন এই ৫৭টির মধ্যে ৫৬টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে একটি ছাড়া হয়েছে সহযোগী দল আজসুকে। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয়, এ দিন স্পষ্ট হয়ে গেল, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারীই।
এক নজরে বিজেপির প্রার্থী তালিকা
পটাশপুর: অম্বুজাক্ষ মোহান্তি
কাঁথি উত্তর: সুনীতা সিংহ
ভগবানপুর: রবীন্দ্রনাথ মাইতি
খেজুরি: শান্তনু প্রামাণিক
কাঁথি দক্ষিণ: অরূপকুমার দাস
রামনগর: স্বদেশরঞ্জন নায়েক
এগরা: অরূপ দাস
দাঁতন: শক্তিপদ নায়েক
গোপীবল্লভপুর: সঞ্জিৎ মাহাতো
বিনপুর: পালন সোরেন
মেদিনীপুর: সমিত দাস
নয়াগ্রাম: বকুল মুর্মু
ঝাড়গ্রাম: সুখময় শতপথী
কেশিয়াড়ি: সোনালি মুর্মু
খড়গপুর: তপন ভুঁইয়া
তমলুক: হরেকৃষ্ণ বেরা
ময়না: অশোক দিন্দা
নন্দকুমার: নীলাঞ্জন অধিকারী
হলদিয়া: তাপসী মণ্ডল
নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারী
সবং: অমূল্য মাইতি
ডেবরা: ভারতী ঘোষ
দাসপুর: প্রসন্ন বেরা
গড়বেতা: মদন রুইদাস
শালবনি: রাজীব কুণ্ডু
বলরামপুর: বনেশ্বর মাহাতো
জয়পুর: নরহরি মাহাতো
পুরুলিয়া: সুদীপ মুখোপাধ্যায়
মানবাজার: গৌরী সিং সর্দার
ছাতনা: সত্যনারায়ণ মুখোপাধ্যায়
তালডাংরা: শ্যামলকুমার সরকার
বিষ্ণপুর: তন্ময় ঘোষ
ইন্দাস: নির্মল ধাড়া
আপডেট আসছে…
দেশ
ফের বাড়ছে উদ্বেগ! ৮টি রাজ্যেকে বিশেষ করোনা-পরামর্শ কেন্দ্রের
৬৩টি জেলা “উদ্বেগের কারণ” হয়ে উঠেছে।

খবর অনলাইন ডেস্ক: ফের অস্বস্তি বাড়াচ্ছে করোনা সংক্রমণের দৈনিক পরিসংখ্যান। শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার।
নমুনা পরীক্ষা, কোভিডরোগীদের চিহ্নিতকরণ এবং চিকিৎসা শুরুর প্রক্রিয়া কার্যকরের পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, গোয়া, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি এবং চণ্ডীগড়। এই রাজ্যগুলিকে বলা হয়েছে, নমুনা পরীক্ষা বাড়িয়ে সন্দেহজনকদের চিহ্নিতকরণের মাধ্যমে চিকিৎসা শুরু করতে হবে। একই সঙ্গে অত্যধিক সংক্রমণ প্রবণ এলাকায় টিকাকরণ কর্মসূচিতেও জোর দিতে বলা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৬৩টি জেলা “উদ্বেগের কারণ” হয়ে উঠেছে। এই জেলাগুলিতে মোট পরীক্ষা হ্রাস পাচ্ছে, আরটি-পিসিআর পরীক্ষা কম হচ্ছে। অন্যদিকে সাপ্তাহিক আক্রান্তের সংখ্যা বাড়ছে।
পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রক বলেছে, এই ঘটনা প্রতিবেশী রাজ্যগুলির জন্যও ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। সরকারি ভাবে দিল্লির ৯টি, হরিয়ানার ১৫টি, অন্ধ্রপ্রদেশে ১০টি, ওড়িশার ১০টি, হিমাচলপ্রদেশের ৯টি, উত্তরাখণ্ডের ৭টি, গোয়ার ২টি এবং চণ্ডীগড়ের ১টি জেলাকে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক বলেন, ইতিমধ্যেই পঞ্জাব এবং মহারাষ্ট্রে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। কোভিড -১৯ নজরদারি, নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে রাজ্যের স্বাস্থ্য বিভাগগুলিকে সহায়তা করার জন্যই ওই দলগুলি পাঠানো হচ্ছে।
প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ১১ লক্ষ ৯২ হাজার ৮৮। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩২৭। যা আগের দিন ছিল ১৬ হাজার ৮৩৮ জন।
আরও পড়তে পারেন: বাড়ল অস্বস্তি! এক ধাক্কায় ১৮ হাজারের উপর দৈনিক কোভিড আক্রান্ত
রাজ্য
আজই প্রার্থী তালিকা বিজেপির! নন্দীগ্রামে শুভেন্দু, খড়গপুরে দিলীপ, জোর জল্পনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সফরের আগের দিনেই প্রার্থী তালিকা। কোন কেন্দ্রে প্রার্থী কে? জোর জল্পনা!

খবর অনলাইন ডেস্ক: শনিবারই প্রথম দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সফরের আগের দিনেই এই প্রার্থী তালিকা প্রকাশিত হতে চলেছে বলে বিজেপি সূত্রে খবর।
শুক্রবার ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তবে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে গড়মসি চলছেই। সম্প্রতি জানা যায়, তৃণমূলের সঙ্গে একই দিনে তালিকা প্রকাশ করবে বিজেপি। তার পরে শোনা যায়, ৭ মার্চ ব্রিগেড সমাবেশের পর তা প্রকাশ করা হতে পারে। তবে এ দিনই সেই জল্পনার অবসান ঘটতে চলেছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে জোর জল্পনা চলছে বিজেপি রাজ্য সভাপতি এবং দলের সাংসদ দিলীপ ঘোষের নাম নিয়ে। এমনটাই শোনা যাচ্ছে, নিজের ছেড়ে আসা খড়গপুরে তাঁকে ফের প্রার্থী করা হতে পারে। অন্যদিকে নন্দীগ্রামে প্রার্থী করা হতে পারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে। একই ভাবে পাণ্ডবেশ্বরের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নাম।
বিজেপি সূত্রে খবর, তৃণমূল ছেড়ে আসা রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে তাঁর পুরনো কেন্দ্র ডোমজুড়েই প্রার্থী করা হতে পারে। বিধাননগর থেকে সব্যসাচী দত্ত, বাগদায় দুলাল বর, শিবপুরে রুদ্রনীল ঘোষ, হাওড়া মধ্য-য় রথীন চক্রবর্তী, খড়দহে শীলভদ্র দত্ত, ব্যারাকপুরে চন্দ্রমণি শুল্ক এবং বালি থেকে বিজেপি প্রার্থী করতে পারে এই কেন্দ্রেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়াকে।
আপডেট দেখুন: লড়াই মুখোমুখি! নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী
-
রাজ্য1 day ago
পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
গাড়ি ও বাইক1 day ago
আরটিও অফিসে আর যেতে হবে না! চালু হল আধার ভিত্তিক যোগাযোগহীন পরিষেবা
-
ভ্রমণের খবর2 days ago
ব্যাপক ক্ষতির মুখে পর্যটন, রাঢ়বঙ্গে ভোট পেছোনোর আর্জি নিয়ে কমিশনের দ্বারস্থ পর্যটন ব্যবসায়ীদের সংগঠন
-
রাজ্য1 day ago
বিধান পরিষদ গঠন করে প্রবীণদের স্থান দেওয়া হবে, প্রার্থী তালিকা ঘোষণা করে বললেন মমতা