নয়াদিল্লি: শুক্রবার সাত সকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা। সংবাদ সংস্থা সূত্রে খবর, সিসোদিয়ার বাড়ির পাশাপাশি দেশের ২১টি এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে।
সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, দিল্লির আবগারি নীতিতে দুর্নীতির অভিযোগে মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দমন এবং দিউতে দিল্লির প্রাক্তন আবগারি কমিশনার এ গোপিকৃষ্ণের সঙ্গে যুক্ত কিছু জায়গাতেও অভিযান চালানো হচ্ছে।
সিবিআই অভিযান প্রসঙ্গে টুইটারে দিল্লির উপমুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সিবিআই এসেছে। ওদের স্বাগতম। আমরা খুবই সৎ। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, দেশে যারা ভাল কাজ করেন, তাঁদেরকেই হেনস্থা করা হচ্ছে এ ভাবে। এই কারণে আমাদের দেশ এক নম্বর হতে পারল না’।
কেন্দ্রীয় সরকারকে নিশানা করে সিসোদিয়া বলেছেন, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে দিল্লি সরকারের দুর্দান্ত কাজের কারণে এই লোকেরা সমস্যায় পড়েছেন। সেই কারণেই উভয় বিভাগের মন্ত্রীদের নিশানা করা হয়েছে। তিনি বলেন, আদালতে সত্য বেরিয়ে আসবে।
দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, এর আগের বারেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তাঁর সরকারের বিরুদ্ধে কিছু খুঁজে পায়নি এবং এ বারও কিছু বেরোবে না।
আরও পড়তে পারেন:
রোগীর প্রেসক্রিপশনে এই প্যারাসিটামলের নাম লিখবেন ডাক্তারবাবুরা, ওষুধ কোম্পানির ‘উপহার’ হাজার কোটি
এসবিআই কোষাগার থেকে উধাও ১১ কোটি টাকার কয়েন, ২৫টি জায়গায় সিবিআই তল্লাশি
মহারাষ্ট্রের উপকূলে উদ্ধার অস্ত্র-সহ নৌকাটি অস্ট্রেলিয়ার, কী কারণে ভারতে
‘আমিও মন্ত্রী হব’ আবদারে নাজেহাল, বিধায়ককে ধমক দিলেন নীতীশ কুমার
হাজিরা দিতে হবে না অনুব্রত-কন্যাকে, টেট পাসের শংসাপত্র জমা দেওয়ার নির্দেশও প্রত্যাহার হাইকোর্টের
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।