cbse

ওয়েবডেস্ক: ছাত্রছাত্রীদের অঙ্কের ভীতি কাটাতে দশম শ্রেণির পরীক্ষায় অঙ্ক নিয়ে নতুন ব্যবস্থা চালু করতে চলেছে সিবিএসই। এমনই ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে।

পরীক্ষার্থীদের উপর চাপ কমাতে অঙ্ক পরীক্ষায় দু’টি বিভাগ চালু হতে চলেছে। সেই দুটি বিভাগে হবে – ‘ম্যাথেম্যাটিক্স-স্ট্যান্ডার্ড ফর এক্সিস্টিং লেভেল অফ এক্সামিনেশন’ এবং ‘ম্যাথেম্যাটিক্স- বেসিক ফর দি ইজিয়ার লেভেল অফ এক্সামিনেশন’।

যে সকল ছাত্রছাত্রী দশমের পরে অঙ্ক নিয়েই আরও এগিয়ে যেতে চায়, তাদের স্ট্যান্ডার্ড লেভেল পরীক্ষায় বসতে হবে। যারা দশমের পর অঙ্ক নিয়ে আর এগোতে চাইবে না তাদের বেসিক লেভেল পরীক্ষা দিলেই চলবে।

তবে বোর্ডের তরফ থেকে এ-ও জানিয়ে দেওয়া হয়েছে, দশম শ্রেণিতে অঙ্কের পাঠক্রম সবার জন্যই এক থাকবে। শ্রেণির পরীক্ষাও সবার জন্য এক রকম ভাবেই হবে। শুধুমাত্র বোর্ডের পরীক্ষার সময়ে পড়ুয়ারা ঠিক করে নেবে তারা কোন বিভাগের অঙ্ক পরীক্ষা দিতে চায়।

২০২০ সালের পরীক্ষা থেকে এই নয়া নিয়ম চালু হবে বলে জানানো হয়েছে সিবিএসইর তরফে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here