নয়াদিল্লি: ১৯৭১ সালে যুদ্ধেজয়ের সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন করছে ভারতীয় সেনাবাহিনী। প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়তও এই বিজয় পর্বটি নিয়ে ভীষণ উৎসাহিত ছিলেন। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, বিজয় দিবস উপলক্ষে দেশের অকুতোভয় সেনার জন্য একটি বিশেষ বার্তা রেকর্ড করিয়েছিলেন তিনি।
রবিবার দুপুর ১টা ৯ মিনিটে ভিডিও ক্লিপটি রিলিজ করে ভারতীয় সেনা। ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নিহত ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছিলেন রাওয়ত। বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন দেশের নাগরিকদের। ভিডিয়োতে রাওয়ত বলেছিলেন, “আমাদের সেনা আমাদের গর্ব, আসুন সবাই মিলে উদ্যাপন করি বিজয় পর্ব”।
ইন্ডিয়া গেটে বিজয় দিবসের উ্দ্বোধনী অনুষ্ঠানেও এই ভিডিও বার্তাটি চালানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দেশের শীর্ষ সামরিক কর্তারা। সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো সিডিএসের এই আবেগঘন ভিডিও বার্তা শুনে সেখানে উপস্থিত সকলের চোখ জলে ভরে যায়।
সেনা সূত্রে খবর, গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় ওই ভিডিও বার্তাটি রেকর্ড করিয়েছিলেন রাওয়ত। আর তার পর দিনই ঘটে যায় মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা। ৮ ডিসেম্বর দুপুর ১২টা ২২ মিনিটে তামিলনাড়ুর কন্নুরে রাওয়ত এবং তাঁর স্ত্রী-সহ মোট ১৪ জনকে নিয়ে ধ্বংস হয়ে যায় হেলিকপ্টার।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী এবং ‘মুক্তিবাহিনী’-র যৌথ বাহিনীর কাছে প্রায় ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল, যা স্বাধীন বাংলাদেশের আবির্ভাবের পথ প্রশস্ত করে দেয়। ৫০ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেই ঐতিহাসিক বিজয়কে স্মরণ করে একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশ জুড়ে।
আরও পড়তে পারেন:
তৃণমূল ছাড়বেন মহুয়া মৈত্র, বিজেপি সাংসদের মন্তব্য নয়া জল্পনা
ব্যাঙ্ক ডুবলেও চিন্তা নেই! ৯০ দিনের মধ্যে টাকা ফেরত, আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
বিপিন রাওয়তের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত সতপাল রাইয়ের দেহ রাজ্যে পৌঁছাল, শেষকৃত্য সোমবার
প্রেমিকের সঙ্গে ফোনালাপে বাধা! দু’বছরের কন্যাসন্তানকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগে গ্রেফতার মা
ইপিএফ সদস্যদের জন্য ৭ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযোগ, জানুন এই বিশেষ প্রকল্পের বিস্তারিত বিবরণ