নয়াদিল্লি: বুধবার রাজস্ব ঘাটতির অনুদান বাবদ ১৪টি রাজ্যের জন্য ৬,১৯৫ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার।
এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তরফে টুইটার হ্যান্ডলে জানানো হয়, “১০ জুন ১৪টি রাজ্যকে রাজস্ব ঘাটতির অনুদান (পোস্ট ডেভলিউশন রেভিনিউ ডেফিজিট গ্রান্ট) বাবদ তৃতীয় সমান-মাসিক কিস্তি হিসাবে ৬,১৯৫.০৮ কোটি বরাদ্দ করা হয়েছে। করোনাভাইরাস (Coronavirus) সংকট কাটিয়ে উঠতে এই টাকা রাজ্যগুলিকে সহযোগিতা করবে”।
ইতিমধ্যই রাজস্ব ঘাটতির অনুদান ( বাবদ প্রথম এবং দ্বিতীয় মাসিক কিস্তির টাকা বরাদ্দ করা হয় যথাক্রমে ৩ এপ্রিল এবং ১১ মে। ১৪টি রাজ্যের জন্য এই টাকা বরাদ্দ করেছে অর্থমন্ত্রক। রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচলপ্রদেশ, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পঞ্জাব, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ।
অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ এই খাতে পাচ্ছে ৪১৭৭৫ লক্ষ টাকা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।