মহিলাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার সারা ভারত জুড়ে চালু করেছে SHe-Box পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে অনলাইনে বিভিন্ন বিষয়ে অভিযোগ করতে পারবেন ভুক্তভোগী মহিলারা। কেন্দ্র বা রাজ্য সরকারি দফতরে কোনো ক্ষেত্রে যৌন হয়রানির শিকার হলে মহিলারা যাতে সহজেই অভিযোগ জানাতে পারেন, সেই কারণেই এই পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় সরকার।
এছাড়াও সরকার প্রতিশ্রুতি দিয়েছে, পোর্টালে রিপোর্ট করার সঙ্গে সঙ্গেই অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মহিলাদের করা অভিযোগ সম্পূর্ণ গোপনীয় থাকবে এবং এই পোর্টালটি সব মহিলাই ব্যবহার করতে পারবেন।
কীভাবে ব্যবহার করবেন এই পোর্টাল
প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করুন https://shebox.nic.in/user/user_login
তারপর Register Complaint – Register Your Complaint অপশনে ট্যাপ করুন।
এরপরে আপনি কমপ্লেন্ট রেজিস্টার পেজে পৌঁছে যাবেন।
সেখানে ‘Register Complaint’ অপশনে ট্যাপ করুন।
এবার এখানে কেন্দ্রীয় সরকারের অফিস এবং রাজ্য সরকারের অফিস এই দুটি অপশন পাবেন। সেখান থেকে আপনাকে কেন্দ্রীয় সরকারের অফিস অপশনটি বেছে নিতে হবে।
তারপর সেখানে আপনি ব্যক্তিগত বিবরণ পূরণ করার অপশন পাবেন। যেখানে নাম, যোগাযোগের তথ্য এবং কর্মসংস্থানের অবস্থা, ঘটনার বিবরণ এবং প্রমাণ সহ বিভিন্ন বিষয় লিখতে পারবেন।
এবার এই সব তথ্য পূরণ হয়ে গেলে ‘Review and Submit’ অপশন পাবেন, সেখানে ট্যাপ করুন।
আরও পড়ুন