ভ্যারিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স (VDA) সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নূন্যতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী ১ অক্টোবর থেকে এই নীতি কার্যকর হচ্ছে। এর ফলে উপকৃত হবেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক।
এই বর্ধিত মজুরি বিভিন্ন ক্ষেত্রে যেমন নির্মাণ, মালামাল ওঠানো-নামানো, নজরদারি, সাফাই, গৃহপরিচারনা, খনন এবং কৃষি ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের সুবিধা দেবে, যারা কেন্দ্রের অধীনস্থ প্রতিষ্ঠানগুলিতে (Central Sphere Establishments) কর্মরত।
মজুরির হার কর্মীদের দক্ষতার উপর নির্ভর করে নির্ধারণ করা হয়েছে— অদক্ষ, আধাদক্ষ, দক্ষ এবং অতি দক্ষ শ্রমিকদের জন্য পৃথক হার রয়েছে। এর পাশাপাশি, অঞ্চল অনুসারে মজুরির হার আলাদা, যেগুলো এলাকা ‘এ’, ‘বি’ এবং ‘সি’ হিসেবে বিভক্ত করা হয়েছে।
নতুন মজুরি হারে, এলাকা ‘এ’ তে নির্মাণ এবং সাফাই কাজের ক্ষেত্রে অদক্ষ শ্রমিকরা দৈনিক ৭৮৩ টাকা এবং মাসিক ২০,৩৫৮ টাকা পাবেন। আধাদক্ষ শ্রমিকরা দৈনিক ৮৬৮ টাকা এবং মাসিক ২২,৫৬৮ টাকা পাবেন। দক্ষ ও ক্লারিক্যাল কর্মীরা দৈনিক ৯৫৪ টাকা এবং মাসিক ২৪,৮০৪ টাকা আয় করবেন। সর্বোচ্চ মজুরি পাবেন অতি দক্ষ শ্রমিকরা এবং অস্ত্রবাহিত নজরদারি কর্মীরা, যারা দৈনিক ১,০৩৫ টাকা এবং মাসিক ২৬,৯১০ টাকা পাবেন।
২০২৪ সালের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মজুরি সংশোধন করল কেন্দ্র। এর আগে এপ্রিল মাসে মজুরি সংশোধন হয়েছিল। সরকার প্রতি বছর এপ্রিল ও অক্টোবর মাসে VDA সংশোধন করে, যা শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্যসূচকের উপর ভিত্তি করে নির্ধারিত হয়।
বিস্তারিত তথ্য এবং বিভিন্ন ক্ষেত্রে, বিভাগ ও অঞ্চলের জন্য নির্ধারিত বর্ধিত মজুরি হার জানতে প্রধান শ্রম কমিশনার (কেন্দ্র) এর ওয়েবসাইট clc.gov.in এ লগ ইন করুন।
সব আপডেট খবর পড়ুন এখানে