ananth kumar
অনন্ত কুমার। ছবি ইন্ডিয়া টুডে।

বেঙ্গালুরু: ৫৯ বছর বয়সে মারা গেলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার। রবিবার রাত ১.৫০ মিনিটে বেঙ্গালুরুর এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনন্ত কুমারের হাতে দু’টি দফতর ছিল – সংসদ বিষয়ক এবং রসায়ন ও সার। বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে ছ’ বার নির্বাচিত হয়েছেন অনন্ত কুমার।

ক্যানসারে ভুগছিলেন অনন্ত কুমার। লন্ডন ও নিউ ইয়র্কে চিকিৎসা করিয়ে কিছু দিন আগে তিনি বেঙ্গালুরু ফিরে আসেন। তাঁকে বাসবানাগুড়ির শ্রী শংকর ক্যানসার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। সপ্তাহ খানেক আগে তাঁর স্ত্রী জানিয়েছিলেন, মন্ত্রীর জন্য সুচিকিৎসার বন্দোবস্ত হয়েছে। কিন্তু সংক্রমণই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন মোটামুটি নির্বিঘ্নেই প্রথম দফার ভোট চলছে ছত্তীসগঢ়ে

অনন্ত কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “বিজেপির এক বিরাট সম্পদ ছিলেন অনন্ত কুমার।” কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছেন, “এক জন ভালো বন্ধুকে হারালাম।” আগামী কাল রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here