rajnath singh mob lynchings

নয়াদিল্লি: নিন্দা করলেও গণপিটুনিতে মৃত্যুর দায় কোনো ভাবেই নিজেদের ঘাড়ে নিল না কেন্দ্র। বৃহস্পতিবার লোকসভায় এমনই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

গত কয়েক মাস ধরে ভুয়ো খবরের ভিত্তিতে দেশের বেশ কিছু জায়গায় গণপিটুনিতে সাধারণ নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে। এই ব্যাপারে এ দিন মুলতুবি প্রস্তাব আনে কংগ্রেস। এই প্রসঙ্গে বলতে গিয়েই রাজনাথ বলেন, “সব ধরনের গণপিটুনির ঘটনার তীব্র নিন্দা করছি। ভুয়ো খবর এবং গুজবের ভিত্তিতে এই ঘটনা ঘটছে।” তবে আইনরক্ষার সমস্ত দায় রাজ্যগুলির ঘাড়ে চাপিয়ে রাজনাথ বলেন, “ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত রাজ্যগুলির।”

তিনি আরও বলেন, “ভুয়ো খবর এবং গুজব ছড়িয়ে পড়া আটকানোর জন্যই সোশ্যাল মিডিয়ার ওপরে নিয়ন্ত্রণের দাবি করছি।” তবে রাজনাথের এই কথায় বিন্দুমাত্র খুশি হয়নি কংগ্রেস।

এর প্রতিবাদ জানিয়ে ওয়াকআউয়ট করে কংগ্রেস। দলের সাংসদ শশী তরুর বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবে বিন্দুমাত্র আশাব্যঞ্জক নয়। এটা তো পিংপং বলের খেলা নয়, যে কেন্দ্র এবং রাজ্য নিজেদের মধ্যে দায় এড়ানোর খেলা খেলবে!”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here