chanda kochhar
চন্দা কোচার

ওয়েবডেস্ক: আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে আগাম অবসরের আবেদন আগেই জানিয়ে ছিলেন চন্দা কোচার। বৃহস্পতিবার তাঁর আবেদন গৃহীত হয়েছে বলে জানালেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। একই সঙ্গে ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও পদে বসানো হল সন্দীপ বকসিকে।

যদিও কর্তৃপক্ষ জানিয়েছেন, সংশ্লিষ্ট তদন্তের কাজে চন্দার এই অবসরগ্রহণ কোনো প্রভাব ফেলবে না।

এর আগেই চন্দাকে জোর করে ছুটিতে পাঠানোর অভিযোগ ওঠে। আইসিআইসিআই ব্যাঙ্কের শীর্ষপদে থাকাকালীন ঋণ অনুমোদনের জন্য বেনিয়মের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর স্বামী দীপক কোচারের সংস্থা নুপাওয়ার রিনিউয়েবলসের নামে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে নিয়ম বহির্ভূত ভাবে ঋণগ্রহণের তদন্ত চলছে। সেই তদন্তে নিরপেক্ষতার প্রশ্নেই চন্দাকে ছুটিতে পাঠানো হয় বলে জানা যায়।

দেশ জুড়ে হাহাকার, সেনসেক্স-নিফটির পাহাড়সমান পতন

দুর্নীতির অভিযোগে ভারতে তাঁর বিরুদ্ধে তদন্ত করছে একাধিক তদন্তকারী সংস্থা। এমনকী মার্কিন বাজার নিয়ামক সংস্থা এসইসি-ও চন্দার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

sandeep bakshi
নতুন কর্তা সন্দীপ বকসি

উল্লেখ্য, ১৯৮৪ সালে এক সাধারণ ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে আইসিআইসিআই ব্যাঙ্কে যোগ দেন চন্দা। তার পর স্বপ্নের একটার পর একটা সিঁড়ি ভেঙে হয়ে ওঠেন সর্বময়কর্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন