নয়াদিল্লি: যাঁদের আয় আয়কর মূল্যায়নের মধ্যে পড়ে না অর্থাৎ যাঁরা ইনকাম ট্যাক্স অ্যাসেসি নন এবং যাঁরা ক্ষুদ্র ব্যবসায়ী, স্মার্টফোন কেনার জন্য তাঁদের এক হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার সুপারিশ করল চন্দ্রবাবু নায়ডু কমিটি। ওই কমিটি ব্যাঙ্কের মাধ্যমে ৫০ হাজার টাকার ওপরে নগদ লেনদেনে কর আরোপেরও সুপারিশ করেছে। মঙ্গলবার কমিটির তাদের অন্তর্বর্তী রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পেশ করেছে।
বিমুদ্রাকরণের পর দেশে ডিজিটাল অর্থনীতির জোয়ার আনতে কী করা উচিত সে সম্পর্কে সুপারিশ করার জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর নেতৃত্বে কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি কমিটি গড়া হয়। সেই কমিটিই মঙ্গলবার তাদের অন্তর্বর্তী রিপোর্ট পেশ করেছে। ডিজিটাল লেনদেনকে নগদ লেনদেনের তুলনায় সস্তা করার জন্য নায়ডু কমিটি মার্চেন্ট ডিস্কাউন্ট রেট (এমডিআর) তুলে দেওয়ারও সুপারিশ করেছে। কমিটি আর যে সব সুপারিশ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল —
১। বড়ো মাপের লেনদেনের ক্ষেত্রে নগদ লেনদেনের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া;
২। সমস্ত ধরনের সরকারি বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, সার, সরকারি বণ্টন ব্যবস্থা এবং পেট্রোলিয়াম সেক্টরকে ডিজিটাল পেমেন্টের আওতায় নিয়ে আসা;
৩। দেশের ১ লক্ষ ৫৪ হাজার ডাকঘরে আধারভিত্তিক মাইক্রো এটিএম পরিকাঠামো চালু করা;
৪। ডিজিটাল পেমেন্টে ব্যবসায়ীদের উৎসাহ দিতে কর ছাড়ের ব্যবস্থা এবং তাঁদের বার্ষিক আয়ের উপর কর রিফান্ডের ব্যবস্থা।