telangana assembly dissolved
গত রবিবার একটি প্রচারসভায় কেসিআর। ছবি: পিটিআই

হায়দরাবাদ: বেশ কিছুদিন ধরেই জল্পনাটা চলছিল। অবশেষে তেলঙ্গনা বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মেয়াদ শেষ হওয়ার ন’মাস আগেই ভেঙে গেল বিধানসভা।

বৃহস্পতিবার দুপুর সওয়া একটা নাগাদ বেগমপেটে নিজের বাসভবনে রাজ্যের মন্ত্রীদের নিয়ে একটি ছোট্ট বৈঠক করেন রাও। ১৫ মিনিটের ওই বৈঠকে বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব পাশ হয়। এর পরেই রাজভবনে গিয়ে রাজ্যপাল ই এস এল নরসিংহের সঙ্গে দেখা করে এই প্রস্তাবের একটি কপি তাঁকে দিয়ে আসেন রাও।

এর পরে বিধানসভার সামনে গানপার্কে গিয়ে তেলঙ্গনা শহিদ স্মৃতিসৌধস্থলে যান মুখ্যমন্ত্রী। সেখানে তেলঙ্গনা আন্দোলনের সময় মৃতদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

পড়তে পারেন হঠাৎ অতি গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে, কেমন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে?

সামনের বছর লোকসভা নির্বাচনের সময়েই তেলঙ্গনায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল। তাঁর এত মাস আগে বিধানসভা ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত রাও কেন নিলেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

এ বছর শেষের দিকে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে নির্বাচন হওয়ার কথা। তাদের সঙ্গেই তেলঙ্গানার নির্বাচন হয় কি না, সেটাই দেখার।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন