ভারী বৃষ্টির সতর্কতার কারণে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রার পর এবার উত্তরাখণ্ডের চারধাম যাত্রাও বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পুণ্যার্থীদের সেই স্থানে থেকেই অপেক্ষা করতে বলা হয়েছে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
মৌসম ভবন উত্তরাখণ্ডের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ৭ এবং ৮ জুলাই কুমায়ুন, পাউরি, চামোলি এবং রুদ্রপ্রয়াগে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, দেহরাদূন, হরিদ্বার এবং তেহরির মতো জেলায় কমলা সতর্কতা রয়েছে। এই পরিস্থিতিতে পাহাড়ি রাস্তায় ধস নামার সম্ভাবনা প্রবল, যার ফলে নদীগুলির জলও বাড়তে শুরু করেছে। একাধিক নদীর জল বিপদসীমা ছুঁইছুঁই করছে।
চারধাম যাত্রা স্থগিতের কারণ
১০ মে থেকে শুরু হওয়া চারধাম যাত্রা চলবে নভেম্বর পর্যন্ত। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে পুণ্যার্থীদের সুরক্ষার জন্য এই যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অমরনাথ যাত্রাও স্থগিত
শনিবার আবহাওয়ার কারণে অমরনাথ যাত্রাও বন্ধ করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে রাস্তার বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জম্মু থেকে ৫৬০০ পুণ্যার্থী বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ায় কয়েকটি জায়গায় ধস নেমে রাস্তা বসে যায়, ফলে পুণ্যার্থীদের ওই দুই বেসক্যাম্প থেকে আর এগোতে নিষেধ করা হয়েছে।
অমরনাথ গুহা দর্শন
বুধবার ৩০,০০০ পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শন করেছেন। অমরনাথ এবং শেষনাগে তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা রাত্রে ৫ ডিগ্রিতে নেমে যেতে পারে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রার অনুমতি মিলবে না। ৫২ দিনের এই যাত্রা শুরু হয়েছে গত ২৯ জুন এবং আগামী ১৯ অগাস্ট এই যাত্রা শেষ হবে।
উত্তরাখণ্ড প্রশাসন এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনের এই সিদ্ধান্ত পুণ্যার্থীদের সুরক্ষার জন্য নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় যাত্রার অনুমতি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।