মুম্বই: নির্মীয়মাণ বহুতলের ওপরে চাটার্ড বিমান ভেঙে পড়ায় মৃত্যু হল পাঁচ জনের। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপারে।
ডিজিসিএ-র তরফ থেকে জানানো হয়েছে, মৃত পাঁচ জনের মধ্যে চার জনই বিমানকর্মী। বিমানচালক, দুই ইঞ্জিনিয়ার এবং এক জন টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। মৃত পঞ্চম ব্যক্তি স্থানীয় পথচারী। পাঁচ জনের দেহই সম্পূর্ণ ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকালে জুহুর এরোড্রোম থেকে পরীক্ষামূলক উড়ানে বেরিয়েছিল এই ‘ভিপি-ইউটিজেড কিং এয়ার সি৯০’ বিমানটি। বিমানটি ভেঙে পড়ার পরেই সেখানে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য দমকলের পাঁচটি ইঞ্জিন্ পাঠানো হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও পাঠানো হয়।
২০১৪ সালে ইউভি এভিয়েশন নামক একটি বেসরকারি সংস্থার কাছে এই বিমানটি বিক্রি করে দেয় উত্তরপ্রদেশ সরকার।