chelameshwar

ওয়েবডেস্ক: সব সরকারই চায় বিচারব্যবস্থায় নাক গলাতে, সেটা আদৌ কাম্য নয়। বিদায়বেলায় এ ভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি জে চেলামেশ্বর।

গত জানুয়ারিতে প্রধান বিচারপতির বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ করেছিলেন চেলামেশ্বর-সহ আরও তিন বিচারপতি। শুক্রবার অবসর নিলেন তিনি। অবসরের পরেই নিউজ ১৮-এর সঙ্গে সাক্ষাৎকারে এই কথাগুলি বলেন চেলামেশ্বর।

চেলামেশ্বর বলেন, “প্রত্যেক সরকারই বিচারব্যবস্থায় নাক গলাতে চায়। বিচারব্যবস্থার পক্ষে এটা সুস্থ ব্যাপার নয়।”

মোদী সরকার বিচারক নিয়োগে দেরি করছে। এই ব্যাপারে প্রধান বিচারপতি দীপক মিশ্রের কাছে চেলামেশ্বর চিঠি দিয়েছিলেন বলে খবর। এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হ্যাঁ, আমি যা লিখেছিলাম, সেটা সত্যি কথা। এ রকমটা হচ্ছে। প্রশ্নটা হল, এই ধরনের ব্যাপার হওয়া উচিত কি উচিত না। আমার মতে, এই ধরনের ব্যাপার সম্পূর্ণ অনভিপ্রেত।”

উল্লেখ্য, যে চিঠি তিনি প্রধান বিচারপতিকে দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন, “বিচারব্যবস্থা এবং সরকারের মধ্যে যদি সখ্যতা গড়ে ওঠে, সেটা দেশের গণতন্ত্রের পক্ষে খুব একটা ভালো কিছু নয়।” দেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে সুস্থ এবং স্বাধীন বিচারব্যবস্থার প্রয়োজন বলে মনে করেন চেলামেশ্বর।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here