Homeখবরদেশগুলির লড়াইয়ে পাঁচ মাওবাদীর মৃত্য়ু ছত্তীসগঢ়ে, দুই নিরাপত্তাকর্মী আহত

গুলির লড়াইয়ে পাঁচ মাওবাদীর মৃত্য়ু ছত্তীসগঢ়ে, দুই নিরাপত্তাকর্মী আহত

প্রকাশিত

ছত্তীসগঢ়ের বাস্তার জেলার কাঙ্কের-নারায়ণপুর সীমান্তে অবস্থিত আবুজমাড়ের গভীর জঙ্গলে শনিবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই বাঁধে মাওবাদীদের। এই সংঘর্ষে পাঁচ মাওবাদীর মৃত্যু হয়েছে। অন্য দিকে, দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। শুক্রবার রাতে মাওবাদীদের ঘাঁটি ধ্বংস করতে শুরু হওয়া তল্লাশি অভিযানের ফলেই এই সংঘর্ষ ঘটে।

ছত্তীসগঢ় পুলিশের মতে, যৌথ নিরাপত্তা বাহিনী ঘন জঙ্গলে এগিয়ে যাওয়ার সময় মাওবাদীদের সঙ্গে এই সংঘর্ষ বাঁধে। পুলিশের একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “এই অভিযান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জোরাল সংঘর্ষ হয়েছে।” আহত দুই নিরাপত্তাকর্মীকে দ্রুত বিমানযোগে রায়পুরে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এই অভিযান ছত্তীসগঢ় জুড়ে বাড়তি মাওবাদী-বিরোধী কার্যক্রমের একটি অংশ। এর আগে এই সপ্তাহেই বিজাপুর জেলায় একটি সফল অভিযানে তিন মাওবাদী নিহত হয়েছিলেন। তাঁদের মধ্যে একজন সিনিয়র প্লাটুন কমান্ডার ছিলেন, যাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৮ লক্ষ টাকা। ওই অভিযানে জেলা রিজার্ভ গার্ড (DRG), স্পেশাল টাস্ক ফোর্স (STF), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), এবং এলিট কোবরা ইউনিট একত্রে কাজ করেছিল।

বাস্তার রেঞ্জের পুলিশ ইনস্পেক্টর জেনারেল সুন্দররাজ পি জানিয়েছেন, ওই অভিযানে তিনটি দেহ এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল। তিনি এই সফলতাকে “মাওবাদী কার্যকলাপে বড় আঘাত” বলে বর্ণনা করেছিলেন।

প্রশাসন সূত্রে খবর, বাস্তার অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা মাওবাদী হিংসা রোধে সরকার যে বদ্ধপরিকর, এই ধরনের অভিযান তা স্পষ্ট করে। আগামী দিনে আরও অভিযানের সম্ভাবনা রয়েছে, যাতে মাওবাদী কার্যকলাপ নির্মূল করা যায় এবং এলাকার নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।

যৌথ বাহিনী সূত্রে খবর, আবুজমাড়ে এ দিনের সংঘর্ষ সম্পর্কিত আরও খবরের জন্য অপেক্ষা করা হচ্ছে।

সাম্প্রতিকতম

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

আরও পড়ুন

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

দুধের দামে কাটছাঁট, জানুন কোন আমুল দুধের দাম কত হল

নিত্যপ্রয়োজনীয় দুধের দাম কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিল জনপ্রিয় দুগ্ধ সংস্থা আমূল।...

মহারাষ্ট্রের ভান্ডারার অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮

মহারাষ্ট্রের ভান্ডারার একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। কমপক্ষে ৮ জনের মৃত্যু এবং ৭ জন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে