Homeখবরদেশছত্তীসগঢ়ে কারখানার চিমনি ভেঙে বিপর্যয়, ৩০ জনের বেশি আটকে, শ্রমিকদের মৃত্যুর আশঙ্কা

ছত্তীসগঢ়ে কারখানার চিমনি ভেঙে বিপর্যয়, ৩০ জনের বেশি আটকে, শ্রমিকদের মৃত্যুর আশঙ্কা

প্রকাশিত

ছত্তীসগঢ়ের মুঙ্গেলি জেলার সারগাঁও এলাকায় একটি লোহা উৎপাদন কারখানায় বৃহস্পতিবার চিমনি ভেঙে পড়ার ঘটনায় বহু শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় কমপক্ষে ৩০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে জানা গেছে। দু’জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুঙ্গেলির কালেক্টর রাহুল দেও জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। মুঙ্গেলি জেলার পুলিশ সুপার ভোজরাম পটেল জানান, দুপুরে এই ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, কারখানার একটি সিলো (চিমনির মতো লোহার কাঠামো যা বিভিন্ন সামগ্রী রাখার জন্য ব্যবহৃত হয়) ধসে পড়ে, যার নিচে বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন।

খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার অভিযান শুরু করেন। এখনও বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে এবং তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

এই দুর্ঘটনায় স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল কঠোর পরিশ্রম করে শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সাম্প্রতিকতম

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

উত্তর-দক্ষিণবঙ্গ সংযোগে নতুন দিগন্ত: শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস চালু হচ্ছে ২০ জুন

উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সরাসরি রেল সংযোগ গড়ে তুলতে চালু হচ্ছে শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। নশিপুর রেলসেতু হয়ে প্রথম এক্সপ্রেস পরিষেবা।

গরমে শরীর রাখুন ঠান্ডা, তাজা ও সুস্থ: ফলসা খাওয়ার ৬টি দুর্দান্ত উপকারিতা

গরমে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। ভ্যাপসা গরমের মাঝে আবার কখনো সখনো বৃষ্টি হচ্ছে ঝমঝম...

১৬ তারিখ থেকে বর্ষার দাপট, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও স্বস্তির ইঙ্গিত

১৬ জুন থেকে গোটা পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে অতি ভারী ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রাও নামবে উল্লেখযোগ্যভাবে।

আরও পড়ুন

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে