ছত্তীসগঢ়ের মুঙ্গেলি জেলার সারগাঁও এলাকায় একটি লোহা উৎপাদন কারখানায় বৃহস্পতিবার চিমনি ভেঙে পড়ার ঘটনায় বহু শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় কমপক্ষে ৩০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে জানা গেছে। দু’জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুঙ্গেলির কালেক্টর রাহুল দেও জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। মুঙ্গেলি জেলার পুলিশ সুপার ভোজরাম পটেল জানান, দুপুরে এই ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, কারখানার একটি সিলো (চিমনির মতো লোহার কাঠামো যা বিভিন্ন সামগ্রী রাখার জন্য ব্যবহৃত হয়) ধসে পড়ে, যার নিচে বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন।
VIDEO | A chimney collapsed at a steel plant in Mungeli, Chhattisgarh earlier today. Several labourers feared trapped under it. More details awaited.
— Press Trust of India (@PTI_News) January 9, 2025
(Source: Third Party) pic.twitter.com/XI5j4SBEEx
খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার অভিযান শুরু করেন। এখনও বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে এবং তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।
VIDEO | Rescue operation is underway after a chimney collapsed at a steel plant in Mungeli, Chhattisgarh. Visuals from the spot. pic.twitter.com/ofGADCQmc4
— Press Trust of India (@PTI_News) January 9, 2025
এই দুর্ঘটনায় স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল কঠোর পরিশ্রম করে শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।