নয়াদিল্লি : ‘জইশ-ই-মহম্মদ’ প্রধান এবং পাঠানকোট হামলার মূল অভিযুক্ত মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকাভুক্ত করতে ভারতকে বাধা দিল চিন। এর আগে এপ্রিল মাসে আজহারকে রাষ্ট্রপুঞ্জের আল কায়েদার কালো তালিকায় রাখতে দেয়নি চিন। তবে তার মেয়াদ ছিল অস্থায়ী। বছরের শেষ দিনে ফুরোচ্ছে সেই মেয়াদ। শুক্রবার ভেটো প্রয়োগ করে তাদের সিদ্ধান্তকে স্থায়ী করল চিন।
বিদেশ মন্ত্রক থেকে মন্তব্য করা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিচারিতা করছে চিন। ইতিমধ্যে রাষ্ট্রপুঞ্জের কালো তালিকায় রয়েছে আজহারের ‘জইশ-ই-মহম্মদ’। নেতা আজহারকেও সেই তালিকাভুক্ত করার চেষ্টা চলছিল ভারতের তরফ থেকে। চিন-পাকিস্তান মৈত্রীর বার্তা দিয়ে ভারতকে আরও একবার সাবধান করাই চিনের সিদ্ধান্তের লক্ষ্য, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।