arunachal pradesh
ফুঁসছে সিয়াং। ছবি: টুইটার (এএনআই)

ওয়েবডেস্ক: চিনে ফুঁসছে ব্রহ্মপুত্র। এর ফলে ভয়াবহ বন্যার মুখোমুখি দাঁড়িয়ে অরুণাচল প্রদেশ এবং অসম। এ ব্যাপারে ভারতকে সতর্ক করে দিয়েছে চিন।

কেন্দ্রীয় জলসম্পদ দফতরের এক আধিকারিক বলেন, গড় দেড়শো বছরের রেকর্ড ভেঙে দিয়ে চিনে ভয়াবহ ভাবে জলস্তর বেড়ে গিয়েছে ব্রহ্মপুত্রর, যা সেখানে সাংপো নামে পরিচিত। ফলে অরুণাচল এবং অসমের জন্য সতর্কবার্তা পাঠিয়েছে চিন। অরুণাচলে ব্রহ্মপুত্র সিয়াং নামে পরিচিত।

অরুণাচলের সাংসদ নিনং এরিং জানিয়েছেন, এখনও পর্যন্ত সিয়াং নদীতে জলস্ফীতি দেখা না দিলেও নদীর তীরবর্তী পূর্ব সিয়াং এবং পশ্চিম সিয়াং-এর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন অক্ষরেখার প্রভাবে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি, কী বলছে পূর্বাভাস?

তবে জলসম্পদ দফতরের আধিকারিকদের আশা, ব্রহ্মপুত্র চিনে যতটা ভয়াবহতা দেখিয়েছে, তার তুলনায় অসম বা অরুণাচলে কিছুটা কমই ভয়াবহতা দেখাতে পারে। তবুও তাঁরা সব পরিস্থিতির জন্য তৈরি বলে জানিয়েছেন।

এ দিকে অরুণাচল লাগোয়া অসমের দুই জেলা ডিব্রুগড় এবং ধেমাজিতেও বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন