karnataka topper

ওয়েবডেস্ক: পরীক্ষার পূর্ণমান ৬২৫। সে পেয়েছিল ৬২৪। কিন্তু তাতেও আনন্দিত হয়নি সে। একটা নম্বর কম পাওয়ায় পরীক্ষার খাতা পুনর্বিবেচনার জন্য পাঠিয়েছিল সে। ফল এল হাতে নাতে। একটা নম্বর বেড়ে গেল। সেই সঙ্গে এল আরও এক উপহার। রাজ্যের যুগ্ম প্রথমের বদলে একমাত্র প্রথম হওয়ার শিরোপা উঠল তার মাথায়।

এই কাণ্ডটা ঘটিয়েছে কর্নাটকের বেলগাঁও নিবাসী মহম্মদ কঈফ খান। কর্নাটক বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় ৬২৫ এর মধ্যে ৬২৪ পেয়েছে যুগ্ম প্রথম হয়েছিল সে।

বিজ্ঞান ছাড়া সব পত্রের পুরো নম্বর পেয়েছিল সে। তাতেও শান্তি হয়নি তার। রিভিউয়ের পরে একটা নম্বর বেশি পেয়ে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেনি শিক্ষক দম্পতির ছেলে। এক নম্বরের জন্য এক রিভিউ করাল সে? জবাবে কঈফ বলে, “আমি সব বিষয়ে পুরো নম্বর আশা করেছিলাম। কারণ পরীক্ষার পরেই আমার শিক্ষকদের সঙ্গে বসে আমি সব উত্তর মিলিয়েছি। তাতেই বুঝে গিয়েছিলাম যে আমি পুরো নম্বরই পাব। তাই এক নম্বর কম পেয়ে কিছুটা হতাশ হই।”

একাদশ শ্রেণিতে বিজ্ঞান নিয়ে পড়বে সে। ভবিষ্যতে আইএএস হওয়ার স্বপ্ন দেখে কঈফ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here