Bus Viral Video

ওয়েবডেস্ক: চলন্ত বাস বা ট্রেনের সঙ্গে সেলফি ভিডিও তোলার হিড়িক বেড়েই চলেছে। পুলিশ-প্রশাসন এ ব্যাপারে ধরপাকড় চালালেও কমছে না ভয়ঙ্কর ইচ্ছাপূরণের প্রবণতা। এমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে।

নতুন এই ভিডিওয় দেখা গিয়েছে, গোলাপি রঙের শার্ট পরিহিত এক যুবক দু:সাহসিক ভাবে চলন্ত বাসের জানলা ধরে ঝুলছে। তার হাত জানলার রডে ধরা থাকলেও পা রয়েছে ওই চলন্ত বাসের চাকায়। গতির সঙ্গেই বনবন করে ঘুরছে ওই চাকা। তবে নিজেকের বীর পরাক্রমী প্রমাণের জন্য ওই যুবকের ঠোঁটে লেগে রয়েছে হাসি।

ভিডিওটি থেকেই পরিষ্কার ওই যুবক যখন বাসের চাকায় পা রেখে দাঁড়িয়ে আছে, তখন সেই ভিডিও তুলছেন তারই এক সঙ্গী। যাকে ওই ভিডিওয় কয়েক সেকেন্ডের জন্য দেখা যায়। আবার অন্য তিন যুবককে দেখা যাচ্ছে ওই বাসটির পিছু ধাওয়া করে ছুটছে। পুলিশের অনুমান, যুবকেরা কলেজ পড়ুয়া হতে পারে। বাসের নম্বর এবং স্থান চিহ্নিত করে ওই যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

দেখুন সেই রোমহর্ষক ভিডিও-

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here