এপ্রিলের গোড়াতেই রান্নার গ্যাসের দামে বড়ো পরিবর্তন আসতে চলেছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটাই কমছে। খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।
মার্চ মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছিল। তবে এপ্রিলের শুরুতে সেই দাম কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) মার্চ মাসের দাম ছিল ১,৯১৩ টাকা। এপ্রিলের গোড়া থেকে এই দাম কমে দাঁড়াবে ১,৮৬৮ টাকা ৫০ পয়সা। অর্থাৎ, এক লাফে ৪৪ টাকা ৫০ পয়সা কমছে।
তবে গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম অপরিবর্তিত থাকছে। আগের মতোই এই সিলিন্ডারের দাম ৮২৯ টাকায় স্থির থাকবে।
মূলত হোটেল ও রেস্তোরাঁয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ব্যবহার বেশি হয়। অন্যদিকে, বাড়ির রান্নাঘরে ১৪.২ কেজির সিলিন্ডার ব্যবহৃত হয়। প্রায় প্রতি মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন দেখা যায়।
গত বছরের একাধিকবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। কখনও আট টাকা, কখনও ১০, কখনও আবার এক ধাক্কায় ৩৮ টাকা পর্যন্ত দাম বেড়েছিল। তবে গত বছরের এপ্রিলেও একবার বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল।
পর পর দাম বৃদ্ধির পর এই মূল্য হ্রাসে খানিকটা স্বস্তি পাবেন ব্যবসায়ীরা। বিশেষ করে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের জন্য এই দাম কমানো সুখবর হিসেবে দেখা হচ্ছে।