দেশ
ভারতের এই রাজ্যে কংগ্রেসে মহাভাঙন, এক ধাক্কায় ক্ষমতা কমল দুই-তৃতীয়াংশ

ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনে ভরাডুবির পর বিভিন্ন রাজ্যে ক্ষোভ সামলাতে জেরবার হচ্ছে কংগ্রেস। রাজস্থান, পঞ্জাবের পর এ বার সেই ক্ষোভের আঁচ এসে পড়ল তেলঙ্গানায়। এক ধাক্কায় কংগ্রেসের ক্ষমতা কমল দুই-তৃতীয়াংশ।
তেলঙ্গানা বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল ১৮। এর মধ্যে ১২ জনই মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল টিআরএসে নাম লেখানোর সিদ্ধান্ত নিলেন। এর পরেও যাঁরা কংগ্রেসের হাত ছাড়েননি, তাঁদের অভিযোগ, টাকার লোভ দেখিয়ে তাঁদের বিধায়কদের ভাঙিয়ে নিয়েছেন কেসিআর।
তবে কংগ্রেসের বিক্ষুব্ধদের বক্তব্য, কেসিআরের মতাদর্শে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সদ্য টিআরএসে যোগ দেওয়া কংগ্রেসের বিধায়ক বেঙ্কটরাবন রেড্ডি বলেন, “আমরা ১২ জনই কেসিআরের নেতৃত্বকে সমর্থন করছি। আগামী দিনে তাঁর সঙ্গে আমরা কাজ করব। স্পিকারদের কাছে আমরা অনুরোধ করেছি, যত দ্রুত সম্ভব আমাদের টিআরএসের সঙ্গে মিশিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হোক।”
আরও পড়ুন নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পুলওয়ামায় হত চার জঙ্গি
উল্লেখ্য, লোকসভায় মাত্র ৫২টি আসন জেতার পর বেশ কিছু রাজ্যে কংগ্রেসের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজস্থান এবং পঞ্জাবে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এরই মধ্যে অবশ্য কিছুটা স্বস্তি দিয়েছিল তেলঙ্গানার ফল। কারণ রাজ্যের ১৭টা লোকসভা আসনের মধ্যে তিনটে জিতেছিল তারা, যেটা গত বারের থেকে অনেকটাই ভালো ফল। এর মধ্যে দিয়েই কংগ্রেস চেষ্টা করেছিল তেলঙ্গানায় নিজেদের সংগঠনকে আবার জোরদার করতে। কিন্তু তার আগে ১২জন বিধায়কের এই সিদ্ধান্তে ফের মুখ থুবড়ে পড়ল তারা।
কংগ্রেসের অভিযোগ টাকার লোভে দল ভাঙাচ্ছেন কেসিআর। যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে টিআরএসের তরফে। টিআরএসের দাবি, তেলঙ্গানা বিধানসভায় ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে টিআরএসের। এই আবহে অন্য দল থেকে বিধায়ক ভাঙানোর কোনো প্রয়োজনই নেই। তাদের আরও দাবি, কেসিআরের সঙ্গে কাজ করার উদ্দেশ্যেই দল বদলেছেন এই বিধায়করা।
দেশ
অভিবাসী শিশুদের অবস্থা জানাতে রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের
অপ্রত্যাশিত লকডাউন। সংকটে অভিবাসী পরিবার। শিশুদের সংখ্যা এবং মৌলিক অধিকার নিয়ে কেন নেই কোনো তথ্য?

নয়াদিল্লি: কোভিড-১৯ মহামারির মধ্যে অভিবাসী শিশুদের সংখ্যা এবং তাদের মৌলিক অধিকার সংরক্ষণের বিষয়ে সুপ্রিম কোর্ট রাজ্যগুলির কাছে রিপোর্ট চাইল। এ বিষয়ে যথাযথ দিকনির্দেশনা চেয়ে একটি আবেদন জমা পড়েছিল সর্বোচ্চ আদালতে। মঙ্গলবার সেই আবেদনের প্রেক্ষিতেই রাজ্যগুলিকে অভিবাসী শিশুদের অবস্থা সম্পর্কে অবহিত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি এসএ বোবদে, সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং ভি রামসুব্রাহ্মণ্যমের বেঞ্চ এই মামলার পক্ষ হিসাবে অন্তর্ভুক্ত সমস্ত রাজ্যকে এই বিষয়ে জবাব দেওয়ার নির্দেশ দেন। প্রবীণ আইনজীবী জয়না কোঠারি আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন।
শীর্ষ আদালত ৮ মার্চ সমস্ত রাজ্যে এটি কার্যকর করেছিল এবং কোভিড-১৯ মহামারির মধ্যে অভিবাসী শিশুদের মৌলিক অধিকার রক্ষার জন্য দিকনির্দেশনা চেয়ে চাইল্ড রাইটস ট্রাস্ট এবং বেঙ্গালুরুর বাসিন্দার দায়ের করা আবেদনে নোটিশ জারি করেছিল।
আবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ সংকটের তীব্রতার মধ্যে কেন্দ্রীয় সরকার দেশব্যাপী লকডাউন জারি করেছিল। এই সময়ে অভিবাসী শিশুরা চরম ভাবে প্রভাবিত হয়, তাদের বড়োসড়ো ঝুঁকির মুখোমুখি হতে হয়। অভিবাসী শ্রমিকদের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হলেও অভিবাসী শিশু এবং মহিলাদের জন্য নেওয়া বিশেষ পদক্ষেপ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। যারা সংশ্লিষ্ট জেলার বিভিন্ন ত্রাণশিবির এবং কোয়ারান্টিন সেন্টারে আটকে পড়েছিল।
আবেদনকারীর দাবি, অপ্রত্যাশিত লকডাউন অভিবাসী শিশুদের সামনেও সংকট ডেকে নিয়ে এসেছিল। তাদের মৌলিক এবং মানবাধিকার সংকটের মুখে পড়েছিল।
বিভিন্ন পঞ্চায়েত এবং ওয়ার্ড অফিসের মাধ্যমে নথিভুক্ত অভিবাসী পরিবারগুলির শিশুদের সংখ্যা এবং তাদের অবস্থার বিশদ তথ্য প্রকাশের নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারী।
আরও পড়তে পারেন: বাড়ির কাছাকাছি রেশন দোকান কোনটা, খুব সহজেই জেনে নিতে পারেন ‘মেরা রেশন’ মোবাইল অ্যাপ থেকে
দেশ
UP Panchayat Polls: শেষ মুহূর্তে ভোটার তালিকায় নাম বাদ! ক্ষোভ চরমে
ভোটের আগেই খেলা ‘শেষ’? শেষ মুহূর্তে ভোটার তালিকা থেকে নাম বাদ অনেকের!

খবর অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, তালিকা থেকে নাম কাটার আগে ভোটার অথবা তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানাতে হয়। তবে উত্তরপ্রদেশ পঞ্চায়েত নির্বাচনের আবহে অনেক ক্ষেত্রেই এই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ।
জানা গিয়েছে, ভোটার তালিকা থেকে নাম কাটার আগে বিধি মেনে নোটিশ দেওয়া দূরের কথা,বুথ লেভেল অফিসার এ বিষয়ে না জানিয়েই নাম কেটে দিয়েছেন।
এই ঘটনার জেরে একটা বড়ো সংখ্যক ভোটার নিজের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে বিএলও থেকে তহসিল অফিসে যাতায়াত করছেন। সংশ্লিষ্ট আধিকারিকরা জানিয়েছেন, নাম অন্তর্ভুক্তির শেষ তারিখ অর্থাৎ, ৪ এপ্রিলের পর নতুন করে যেমন নাম বাতিল করা যাবে না, তেমনই নাম অন্তর্ভুক্ত করাও সম্ভব নয়।
এ ভাবে নাম কেটে ফেলার কারণে ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এমন পরিস্থিতিতে এই ভোটারদের ক্ষোভ ভোটের দিন যে কোনো জায়গায়ই ফুটে উঠতে পারে। অতীতেও পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকায় গোলমাল ও তার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশে।
উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রামীণ পঞ্চায়েত, ক্ষেত্র পঞ্চায়েত এবং জেলা পঞ্চায়েতের জন্য ১৫, ১৯, ২৬ এবং ২৯ এপ্রিল চার ধাপে অনুষ্ঠিত হবে। গত ২৬ মার্চ ভোটের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন। ভোট গণনা আগামী ২ মে।
তথ্যসূত্র: অমর উজালা
আরও পড়তে পারেন: Bengal Polls 2021: শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে এ বার দিলীপ ঘোষকে নোটিশ নির্বাচন কমিশনের

খবরঅনলাইন ডেস্ক: এপ্রিলের শেষেই ভারতের বাজারে নিয়ন্ত্রিত ভাবে চলে আসবে স্পুটনিক ফাইভ টিকা। এমনই জানিয়েছে রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল তথা আরডিআইএফ (RDIF)। ওষুধ প্রস্তুতকারী ভারতের পাঁচটা ফার্মে এই টিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ বছর এই টিকার ৮৫ কোটি ডোজ পাওয়া যাবে বলে জানিয়েছে তারা।
উল্লেখ্য, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে নিয়ে মঙ্গলবার সকালে স্পুটনিক ফাইভ টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পর তাই তৃতীয় টিকাও পেয়ে গেল ভারত।
ভারতে স্পুটনিক ফাইভ টিকা তৈরি করছে ডক্টর রেড্ডি’জ। তারা জানিয়েছে, মডার্না ও ফাইজারের পরে স্পুটনিক ভি টিকার কার্যকারিতা সব চেয়ে বেশি, ৯১.৬ শতাংশ। ভারতে জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারের অনুমতি পাওয়ার জন্য গত ১৯ ফেব্রুয়ারি আবেদন করেছিল ডক্টর রেড্ডি’জ। বর্তমানে ভারতে এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।
তবে অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই তো টিকা ব্যবহার করা যায় না। আরও অনেকটাই পথ যেতে হয়। তাই রাশিয়ার সংস্থাটি জানিয়েছে এপ্রিলের শেষ বা বড়োজোর মে’র শুরু থেকে এই টিকা পাবেন সাধারণ মানুষ। তারা জানিয়েছে এই টিকা উৎপাদনের জন্য পাঁচটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে ভারত। তারা হল Gland Pharma, Hetero Biopharma, Panacea Biotec, Stelis Biopharma এবং Virchow Biotech।
আরডিআইএফ জানিয়েছে, আপাতত ভীষণ নিয়ন্ত্রণ ভাবে সরবরাহ করা হলেও আগামী দু’ মাসের মধ্যে এই টিকা উৎপাদন অনেকটাই বাড়ানো হবে। জুনের মধ্যে স্পুটনিক ফাইভের প্রচুর পরিমাণে ডোজ ভারতের বাজারে চলে আসবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ভারতে ১৮ থেকে ৯৯ বছর বয়সি প্রায় ১৬০০ জনের মধ্যে এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। টিকা ব্যবহারের ফলাফল ইতিবাচক।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
Vaccination Drive: এসে গেল তৃতীয় টিকা, স্পুটনিক ফাইভে অনুমোদন দিয়ে দিল কেন্দ্র
-
ক্রিকেট1 day ago
IPL 2021: কাজে এল না সঞ্জু স্যামসনের মহাকাব্যিক শতরান, পঞ্জাবের কাছে হারল রাজস্থান
-
প্রবন্ধ2 days ago
First Man In Space: ইউরি গাগারিনের মহাকাশ বিজয়ের ৬০ বছর আজ, জেনে নিন কিছু আকর্ষণীয় তথ্য
-
দেশ2 days ago
Kumbh Mela 2021: করোনাবিধিকে শিকেয় তুলে এক লক্ষ মানুষের সমাগম, আজ কুম্ভের প্রথম শাহি স্নান হরিদ্বারে
-
ক্রিকেট2 days ago
IPL 2021: সাড়ে ৭টায় খেলা শুরু হওয়া নিয়ে তীব্র অসন্তুষ্ট মহেন্দ্র সিংহ ধোনি