অরুণাচল প্রদেশে কংগ্রেস সরকারকে ফিরিয়ে আনল সুপ্রিম কোর্ট

0

খবর অনলাইন: উত্তরাখণ্ডের পর অরুণাচল প্রদেশ। আবার এক বার ভালো রকম মুখ পুড়ল বিজেপির।

অরুণাচল প্রদেশে কংগ্রেসকে রাজ্যপাট ফিরিয়ে দিল দেশের শীর্ষ আদালত। নবম টুকি বুধবার ফিরে পেলেন তাঁর মুখ্যমন্ত্রীর পদ।

রাজ্যপালের যে সব সিদ্ধান্তের ফলে অরুণাচলে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল এবং তার পরে যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে তার সব ক’টিকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। বেঞ্চ তাদের অভূতপূর্ব সর্বসম্মত রায়ে বলেছে, রাজ্যপালের সমস্ত কার্যকলাপ ‘অবৈধ’। এতে সংবিধান লঙ্ঘিত হয়েছে।

বুধবার বেঞ্চ তাদের রায়ে নির্দেশ দিয়েছে, ২০১৫-এর ১৫ ডিসেম্বর যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থায় ফিরে যেতে হবে। সেই সময় কংগ্রেস নেতা নবম টুকি মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন।

বেঞ্চ বলেছে, “রাজ্যপালের সিদ্ধান্ত অনুসরণ করে অরুণাচল প্রদেশ বিধানসভা যে সব ব্যবস্থা ও সিদ্ধান্ত নিয়েছিল তা আর বহাল থাকছে না। অতএব সেই সব ব্যবস্থা ও সিদ্ধান্ত খারিজ করা হচ্ছে।” রাজ্যপাল জে পি রাজখোয়ার সিদ্ধান্ত মোতাবেক বিধানসভার অধিবেশন এগিয়ে আনা হয়, নতুন স্পিকার নির্বাচন করা হয় এবং পরে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। শীর্ষ আদালতে মামলা চলাকালীন রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয় এবং বিদ্রোহী কংগ্রেস নেতা কালিখো পুল নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।

বুধবারের রায় শুনে নবম টুকি বলেছেন, “আদালত দেশ ও সংবিধানকে রক্ষা করেছেন। আমরা ন্যায়বিচার পেয়েছি।”

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন