Homeখবরদেশকেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

প্রকাশিত

আমেঠী নয় কংগ্রেসের ‘নিরাপদ’ আসন রায়বরেলি থেকে লোকসভা ভোটে লড়বেন রাহুল গান্ধী। শুক্রবার সাত সকালে কংগ্রেস এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মা সনিয়া গান্ধী রাজস্থান থেকে রাজ্যসভায় সদস্য হওয়ায় ওই কেন্দ্রটি খালি হয়ে গিয়েছিল। অন্যদিকে আমেঠীতে গান্ধী পরিবারের আস্থাভাজন কিশোরীলাল শর্মাকে টিকিট দিয়েছে কংগ্রেস।

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলিতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিং।

জহওরলাল নেহরুর আমল থেকে ওই কেন্দ্র কংগ্রেসের গড় হিসাবে পরিচিত। ১৯৬২ এবং ১৯৯৯ সাল বাদ দিয়ে এই কেন্দ্রে নেহেরু গান্ধী পরিবারের কেউ না কেউ প্রার্থী হয়েছে। ইন্দিরা গান্ধী তিনবার জয়ী হয়েছেন ওই কেন্দ্রে। সনিয়া গান্ধী পাঁচবার জিতেছেন। মাঝে মাত্র দুবার এই কেন্দ্র বিজেপি জেতে। সে দিক থেকে দেখলে রায়বরেলী কংগ্রেসের পক্ষে ‘নিরাপদ আসন’। সেখানেই প্রার্থী করা হল রাহুলকে।

গত লোকসভা নির্বাচনে আমেঠীর পাশপাশি রাহুল কেরলের ওয়েনাড় থেকে লড়েছিলেন। কিন্তু তিনি জয়ী হন শুধু ওয়েনাড় কেন্দ্রে। আমেঠীতে হারেন স্মৃতি ইরানির কাছে। তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চায়নি কংগ্রেস। ওয়েনাড়ে ভোট হয়েছে ২৬ এপ্রিল।

রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করার কারণ হিসাবে, অন্য একটি যুক্তিও উঠে আসছে। সনিয়ার ছেড়ে যাওয়াও ওই কেন্দ্রে প্রিয়ঙ্কা গান্ধীর প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু সনিয়া কন্যা জানান তিনি প্রার্থী না হয়ে প্রচারে মন দিতে চান। প্রার্থী হয়ে নির্দিষ্ট একটি জায়গায় বন্দি হতে চান না তিনি। এর ফলে ওই কেন্দ্রে গান্ধী পরিবারের কেউ যদি না দাঁড়াত তবে কর্মীদের কাছে ভিন্ন মানে যেত। এই পরিস্থিতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে প্রিয়ঙ্কার বৈঠক হয়। সেই বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। তার পরই শুক্রবার সকালে রাহুলকে রায়বরেলির প্রার্থী ঘোষণা করা হয়।

আমেঠীতে টিকিট পেয়ে যা বললেন কিশোরীলাল শর্মা

আরও পড়়ুন

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

জনগণনা এবার নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ, নিজেই তথ্য আপলোড করতে পারবেন পোর্টাল বা অ্যাপে

২০২৭ সালের মার্চে হবে ভারতের অষ্টম জনগণনা। শুরু হল হাউজ লিস্টিং প্রক্রিয়া। এবার ঘরে বসেই আপলোড করা যাবে তথ্য। তবে জাতিগণনা নিয়ে সরকারি নীরবতা ঘিরে প্রশ্ন কংগ্রেসের।

‘ওয়েটিং লিস্টে’ লাগাম! এবার নির্দিষ্ট সংখ্যায় মিলবে টিকিট, আধার বাধ্যতামূলক তৎকাল বুকিংয়ে

রেলযাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত! এবার ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কাটার ক্ষেত্রেও লাগু হচ্ছে সীমা। পাশাপাশি...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে