আমেঠী নয় কংগ্রেসের ‘নিরাপদ’ আসন রায়বরেলি থেকে লোকসভা ভোটে লড়বেন রাহুল গান্ধী। শুক্রবার সাত সকালে কংগ্রেস এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মা সনিয়া গান্ধী রাজস্থান থেকে রাজ্যসভায় সদস্য হওয়ায় ওই কেন্দ্রটি খালি হয়ে গিয়েছিল। অন্যদিকে আমেঠীতে গান্ধী পরিবারের আস্থাভাজন কিশোরীলাল শর্মাকে টিকিট দিয়েছে কংগ্রেস।
আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলিতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিং।
জহওরলাল নেহরুর আমল থেকে ওই কেন্দ্র কংগ্রেসের গড় হিসাবে পরিচিত। ১৯৬২ এবং ১৯৯৯ সাল বাদ দিয়ে এই কেন্দ্রে নেহেরু গান্ধী পরিবারের কেউ না কেউ প্রার্থী হয়েছে। ইন্দিরা গান্ধী তিনবার জয়ী হয়েছেন ওই কেন্দ্রে। সনিয়া গান্ধী পাঁচবার জিতেছেন। মাঝে মাত্র দুবার এই কেন্দ্র বিজেপি জেতে। সে দিক থেকে দেখলে রায়বরেলী কংগ্রেসের পক্ষে ‘নিরাপদ আসন’। সেখানেই প্রার্থী করা হল রাহুলকে।
গত লোকসভা নির্বাচনে আমেঠীর পাশপাশি রাহুল কেরলের ওয়েনাড় থেকে লড়েছিলেন। কিন্তু তিনি জয়ী হন শুধু ওয়েনাড় কেন্দ্রে। আমেঠীতে হারেন স্মৃতি ইরানির কাছে। তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চায়নি কংগ্রেস। ওয়েনাড়ে ভোট হয়েছে ২৬ এপ্রিল।
রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করার কারণ হিসাবে, অন্য একটি যুক্তিও উঠে আসছে। সনিয়ার ছেড়ে যাওয়াও ওই কেন্দ্রে প্রিয়ঙ্কা গান্ধীর প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু সনিয়া কন্যা জানান তিনি প্রার্থী না হয়ে প্রচারে মন দিতে চান। প্রার্থী হয়ে নির্দিষ্ট একটি জায়গায় বন্দি হতে চান না তিনি। এর ফলে ওই কেন্দ্রে গান্ধী পরিবারের কেউ যদি না দাঁড়াত তবে কর্মীদের কাছে ভিন্ন মানে যেত। এই পরিস্থিতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে প্রিয়ঙ্কার বৈঠক হয়। সেই বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে। তার পরই শুক্রবার সকালে রাহুলকে রায়বরেলির প্রার্থী ঘোষণা করা হয়।
আমেঠীতে টিকিট পেয়ে যা বললেন কিশোরীলাল শর্মা
#WATCH | Amethi, Uttar Pradesh: On his candidature from Amethi Lok Sabha seat, Congress leader KL Sharma says "I want to thank Mallikarjun Kharge, Sonia Gandhi, Rahul Gandhi and Priyanka Gandhi for giving me the opportunity to contest from their traditional seat. I will work very… pic.twitter.com/mwJVriyBhQ
— ANI (@ANI) May 3, 2024
আরও পড়়ুন
গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত