congress

ওয়েবডেস্ক: ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যেমের করা জনমত সমীক্ষায় প্রকাশ পেয়েছে কর্নাটক বিধানসভা নির্বাচনের সম্ভাব্য পূর্বাভাস। প্রায় প্রতিটি সমীক্ষাই ফলাফল নিয়ে ত্রিশঙ্কু অবস্থানের ইঙ্গিত দিয়েছে। কিন্তু মঙ্গলবার প্রকাশ হওয়া ‘সি ফোর’ নামের সমীক্ষক সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ফলাফল কংগ্রেসের পক্ষেই যেতে চলেছে। ২১৪ আসনের বিধানসভায় কংগ্রেসের দখলে যেতে পারে ১১৮-১২৮টি আসন।

ওই সমীক্ষা বলছে, কর্নাটকে বিজেপি পেতে পারে ৬৩-৭৩টি আসন। অন্য দিকে নিজেকে কিং হিসাবে তুলে ধরা দেবেগৌড়ার জেডি (এস) পেতে পারে ২৯-৩৬টি আসন। স্বাভাবিক ভাবেই সমীক্ষকরা মনে করছেন, কোনো মতেই এ বারের ফলাফল ত্রিশঙ্কু হওয়ার প্রবণতা দেখাচ্ছে না।

আরও পড়ুন: কর্নাটক নির্বাচন নিয়ে কী বলছে জনমত সমীক্ষা

সি ফোর জানিয়েছে, ২১৪ আসনের মধ্যে তারা ৬১টি বিধানসভা ক্ষেত্রের ৬,২৪৭ জন ভোটারের মতামতের ভিত্তিতে ওই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তবে মোট ভোটার সংখ্যার নিরিখে সমীক্ষা অন্তর্ভুক্ত ভোটারের শতকরা হার অনেকটাই কম হলেও তাদের জনমত সমীক্ষার বিশেষ কৌশল সমীক্ষাটি যে ৯৫ শতাংশ সঠিক, সে বিষয়ে তারা আত্মবিশ্বাসী। একই সঙ্গে জানানো হয়েছে, খুব বেশি হলে তাদের পর্যবেক্ষণে মাত্র দুই শতাংশ ত্রুটি থাকতে পারে।

ওই সমীক্ষা রিপোর্টের উল্লেখযোগ্য অংশটি দখল করে রয়েছে বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত বেঙ্গালুরু ও পার্শ্ববর্তী অঞ্চল। সেখানকার ২৮টি আসনের মধ্যে জাতীয় কংগ্রেস জিততে পারে ১৭-১৯টি, এবং বিজেপি পেতে পারে মাত্র ৮-১০টি আসন। উল্লেখ্য, ওই ২৮টি আসনের মধ্যে বর্তমানে বিজেপির দখলে রয়েছে ১৩টি বিধানসভা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here