দেশ
ইভিএম কারচুপি: তৃণমূলের ব্রিগেডের সঙ্গে লন্ডনের সাংবাদিক সম্মেলনের যোগসূত্র!
ওয়েবডেস্ক: ব্রিগেডে ওঠা ইভিএম সংক্রান্ত অভিযোগ লন্ডনের সাংবাদিক সম্মেলনে জোরালো হয়ে উঠে আসার পর উত্তাল জাতীয় রাজনীতি। মঙ্গলবার বিজেপির তরফে সাংবাদিক সম্মেলন করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি লন্ডনের ওই সাংবাদিক সম্মেলন নিয়ে এক গুচ্ছ প্রশ্নের অবতারণা করেন। আবার বিজেপির তরফে এমন প্রশ্নও তোলা হচ্ছে, বিরোধীদের ব্রিগেডের পরই কেন লন্ডনে সাংবাদিক সম্মেলন করা হল? গত ১৯ […]

ওয়েবডেস্ক: ব্রিগেডে ওঠা ইভিএম সংক্রান্ত অভিযোগ লন্ডনের সাংবাদিক সম্মেলনে জোরালো হয়ে উঠে আসার পর উত্তাল জাতীয় রাজনীতি। মঙ্গলবার বিজেপির তরফে সাংবাদিক সম্মেলন করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি লন্ডনের ওই সাংবাদিক সম্মেলন নিয়ে এক গুচ্ছ প্রশ্নের অবতারণা করেন। আবার বিজেপির তরফে এমন প্রশ্নও তোলা হচ্ছে, বিরোধীদের ব্রিগেডের পরই কেন লন্ডনে সাংবাদিক সম্মেলন করা হল?
গত ১৯ জানুয়ারি তৃণমূল কংগ্রসের ব্রিগেড সমাবেশে অর্ধেকর বেশি বক্তার কথায় উঠে এসেছিল এ দেশের নির্বাচনে ব্যবহৃত বৈদ্যুতিন ভোটগ্রহণ যন্ত্র বা ইভিএমের কারচুপির বিষয়টি। তার তিন দিন বাদেই লন্ডনে লাইভ সাংবাদিক সম্মেলনে উঠল সেই একই দাবি। কেন্দ্রের শাসক দল বিজেপি দুইয়ের যোগসূত্র খুঁজলেও বিরোধীরা কিন্তু বিষয়টিকে নিজেদের জয় বলেই দেখছে। একই ভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও লন্ডনের সাংবাদিক সম্মেলনের পর নিজের টুইটার হ্যান্ডলে সেই ইঙ্গিতই দিয়েছেন।
তৃণমূলের ব্রিগেডে অংশ নিয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা প্রকাশ্যেই দাবি করেছিলেন, “ইভিএম চোর মেশিন। নির্বাচন কমিশনারের সঙ্গে এবং ভারতবর্ষের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ইভিএম-এর ব্যবহার বন্ধ করা দরকার”। অন্যান্য বক্তারাও তাঁর দাবিতে সহমত প্রকাশ করেন।
তার পরেই গত সোমবার লন্ডনে সাংবাদিক সম্মেলন করে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন মার্কিন সাইবার বিশেষজ্ঞ সৈয়দ শুজা। তাঁর দাবি, “ ইভিএম কারচুপির সাহায্যে ২০১৪’র ভোটের ফল বদলে ফেলা হয়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতে বিজেপি। সেই কারচুপির গোপন খবর ফাঁস হয়ে যাওয়াতেই সরিয়ে দেওয়া হয় গোপীনাথ মুন্ডেকে”।
একই সঙ্গে সাইবার বিশেষজ্ঞ দাবি করেন, কংগ্রেস ও আপ-সহ ১০টির বেশি রাজনৈতিক দল তাঁর কাছে ইভিএম নিয়ে দরবার করেন। তিনি বলেন, শুধু বিজেপি নয়, সপা, বসপা, কংগ্রেস আর আপ-ও ইভিএম রিগিং-এর সঙ্গে জড়িত।
এই অভিযোগের পর দিনই সাংবাদিক বৈঠক ডেকে শুজার পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, তা হলে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ে কংগ্রেস জিতল কী করে?
[ আরও পড়ুন: কাকা গোপীনাথ মুন্ডের মৃত্যু নিয়ে তদন্ত দাবি করলেন ভাইপো ]
শুজা স্পষ্টতই জানিয়েছিলেন, শুধু বিজেপি নয়, অন্যান্য বিরোধী দলগুলিও এই কারচুপির সঙ্গে যুক্ত। অথচ, তাদের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে অভিযোগ-খণ্ডনে জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এক মাত্র বিজেপি বাদে।
Our great democracy must be protected. Every vote of yours is precious. All Oppn parties discussed the #EVM issue after the #UnitedIndiaAtBrigade rally. We are working closely together and decided on Jan 19 itself to consistently take up the matter with EC. Yes,every vote counts
— Mamata Banerjee (@MamataOfficial) January 21, 2019
স্বাভাবিক ভাবেই মমতা টুইটারে লেখেন, “আমাদের গণতন্ত্র রক্ষা করতেই হবে। আপনাদের প্রতিটি ভোট মূল্যবান। # ইউনাইটেড ইন্ডিয়া অ্যাট ব্রিগেডের পর সকল বিরোধী দল ইভিএমের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা সকলে একসঙ্গে কাজ করছি। ১৯ জানুয়ারি আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরব। হ্যাঁ, প্রতিটি ভোট মূল্যবান”।
যদিও ইভিএম হ্যাক করা অসম্ভব বলে দাবি করেছে, জাতীয় নির্বাচন কমিশন। শুজার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

খবরঅনলাইন ডেস্ক: এপ্রিলের শেষেই ভারতের বাজারে নিয়ন্ত্রিত ভাবে চলে আসবে স্পুটনিক ফাইভ টিকা। এমনই জানিয়েছে রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল তথা আরডিআইএফ (RDIF)। ওষুধ প্রস্তুতকারী ভারতের পাঁচটা ফার্মে এই টিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ বছর এই টিকার ৮৫ কোটি ডোজ পাওয়া যাবে বলে জানিয়েছে তারা।
উল্লেখ্য, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে নিয়ে মঙ্গলবার সকালে স্পুটনিক ফাইভ টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পর তাই তৃতীয় টিকাও পেয়ে গেল ভারত।
ভারতে স্পুটনিক ফাইভ টিকা তৈরি করছে ডক্টর রেড্ডি’জ। তারা জানিয়েছে, মডার্না ও ফাইজারের পরে স্পুটনিক ভি টিকার কার্যকারিতা সব চেয়ে বেশি, ৯১.৬ শতাংশ। ভারতে জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারের অনুমতি পাওয়ার জন্য গত ১৯ ফেব্রুয়ারি আবেদন করেছিল ডক্টর রেড্ডি’জ। বর্তমানে ভারতে এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।
তবে অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই তো টিকা ব্যবহার করা যায় না। আরও অনেকটাই পথ যেতে হয়। তাই রাশিয়ার সংস্থাটি জানিয়েছে এপ্রিলের শেষ বা বড়োজোর মে’র শুরু থেকে এই টিকা পাবেন সাধারণ মানুষ। তারা জানিয়েছে এই টিকা উৎপাদনের জন্য পাঁচটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে ভারত। তারা হল Gland Pharma, Hetero Biopharma, Panacea Biotec, Stelis Biopharma এবং Virchow Biotech।
আরডিআইএফ জানিয়েছে, আপাতত ভীষণ নিয়ন্ত্রণ ভাবে সরবরাহ করা হলেও আগামী দু’ মাসের মধ্যে এই টিকা উৎপাদন অনেকটাই বাড়ানো হবে। জুনের মধ্যে স্পুটনিক ফাইভের প্রচুর পরিমাণে ডোজ ভারতের বাজারে চলে আসবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ভারতে ১৮ থেকে ৯৯ বছর বয়সি প্রায় ১৬০০ জনের মধ্যে এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। টিকা ব্যবহারের ফলাফল ইতিবাচক।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
Vaccination Drive: এসে গেল তৃতীয় টিকা, স্পুটনিক ফাইভে অনুমোদন দিয়ে দিল কেন্দ্র
দেশ
Bengal Polls 2021: বাড়ছে করোনার সংক্রমণ, নির্বাচন কমিশনকে চিঠি অধীররঞ্জন চৌধুরীর
বস্তুত, ভোটপ্রচারে করোনা বিধি মানা নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছে খোদ দিল্লি হাইকোর্টও।

খবরঅনলাইন ডেস্ক: রাজ্যে চার দফা ভোট মিটেছে। এখনও চারটে দফা বাকি রয়েছে। কিন্তু করোনা পরিস্থিতি যে ভয়াবহ রূপ ধারন করেছে তাতে আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতি কোথায় যাবে সেটাই কার্যত ভেবে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে প্রচারও চলছে জোরকদমে। বেশিরভাগ জায়গায় করোনাবিধি মেনে চলার কোনো লক্ষ্মণ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী।
সোমবার কমিশনকে চিঠি লিখে বহরমপুরের সাংসদ অনুরোধ করেছেন ক্রমবর্ধমান করোনা সংক্রমণ রুখতে এখনই সক্রিয় হওয়া উচিত কমিশনের (Election Commission)। চিঠিতে অধীরবাবু লিখছেন,”করোনার মতো সংক্রামক ব্যাধি আমাদের জন্য অভিশাপ। অন্যান্য বিভিন্ন রাজ্য নতুন করে করোনা মোকাবিলায় বিভিন্ন রকম পদক্ষেপ করেছে। কোথাও নাইট কারফিউ হয়েছে, কোথাও আংশিক লকডাউন হয়েছে, কিন্তু ভোটের আবহে বঙ্গে তেমন কোনো পদক্ষেপ এখনও করা হয়নি।”
প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতির অনুরোধ, এখন থেকে ভোটের প্রচারে, জনসভায় বা রোড শোতে করোনা বিধি যাতে মানা হয়, সে ব্যাপারে নির্দেশিকা দিক নির্বাচন কমিশন। এ ছাড়া রাজ্যে সার্বিকভাবে করোনা মোকাবিলা নিয়েও কমিশনকে ভাবার পরামর্শ দিয়েছেন অধীর।
বস্তুত, ভোটপ্রচারে করোনা বিধি মানা নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছে খোদ দিল্লি হাইকোর্টও। মাস্ক এবং শারীরিক দূরত্ব বাধ্যতামূলক করার নির্দেশ দিয়ে দিনকয়েক আগে একযোগে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে (Election Commission) নোটিস দিয়েছে দিল্লি হাই কোর্ট।
নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া গাইডলাইন অনুযায়ী, এমনিতেই প্রচারে মাস্ক এবং শারীরিক দূরত্ব বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সেই গাইডলাইন মানা হচ্ছে না। দিল্লি হাইকোর্ট (Delhi High Court) জানিয়েছে, নির্বাচন কমিশনকে নিজেদের মোবাইল অ্যাপ, পুস্তিকা, ওয়েবসাইট এবং অন্যান্য সমস্ত প্ল্যাটফর্মে ভোটে করোনা বিধি সংক্রান্ত যাবতীয় নিয়ম প্রকাশ করতে হবে।
তবে নির্বাচন যখন প্রায় শেষলগ্নে এসেই গিয়েছে, এই ব্যাপারে নির্বাচন কমিশন আর কোনো পদক্ষেপ করবে কি না, সেটাই দেখার।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
দেশ
Vaccination Drive: এসে গেল তৃতীয় টিকা, স্পুটনিক ফাইভে অনুমোদন দিয়ে দিল কেন্দ্র
ভারতে এই টিকা তৈরি করছে ডঃ রেড্ডি’জ

খবরঅনলাইন ডেস্ক: রাশিয়ার কোভিডটিকা স্পুটনিক ফাইভ জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র দেওয়ার জন্য সোমবারই সুপারিশ করেছিল কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি। মঙ্গলবার সকালেই সেই সুপারিশ মেনে নিয়ে মঙ্গলবার সকালেই সেই টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়ে দিল কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। অর্থাৎ কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পর তৃতীয় টিকা পেয়ে গেল ভারত।
ভারতে স্পুটনিক ফাইভ টিকা তৈরি করছে ডক্টর রেড্ডি’জ। তারা জানিয়েছে, মডার্না ও ফাইজারের পরে স্পুটনিক ভি টিকার কার্যকারিতা সবচেয়ে বেশি, ৯১.৬ শতাংশ। ভারতে জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারের অনুমতি পাওয়ার জন্য গত ১৯ ফেব্রুয়ারি আবেদন করেছিল ডক্টর রেড্ডি’জ। বর্তমানে ভারতে এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।
ভারতে কোনো টিকা ব্যবহারের আগে বিশেষজ্ঞ কমিটির সবুজ সিগন্যাল ও তার পরে ডিসিজিআই-এর অনুমতির প্রয়োজন পড়ে। গত ১ এপ্রিলের বৈঠকে বিশেষজ্ঞ কমিটি ডক্টর রেড্ডি’জের কাছে ট্রায়ালের তথ্য জমা দিতে বলেছিল। সেই তথ্য খতিয়ে দেখেই সোমবার সেটিকে ছাড়পত্র দেওয়ার জন্য সুপ্রারিশ করে বিশেষজ্ঞের কমিটি। সেই সুপারিশ চলে আসার পর তাকে ছাড়পত্র দিতে এক মুহূর্তের জন্য দেরি করেনি কেন্দ্র।
ভারতে ১৮ থেকে ৯৯ বছর বয়সি প্রায় ১৬০০ জনের মধ্যে এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহি, ভেনেজুয়েলা ও বেলারুশে এই টিকার ট্রায়াল চলছে। ভারতে কবে থেকে স্পুটনিক মানুষের শরীরে প্রয়োগ করা হবে, এখন সেটাই দেখার।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
Corona Update: সক্রিয় রোগীর বৃদ্ধিতে কিছুটা লাগাম, একদিনে সুস্থ হলেন ১ লক্ষের কাছাকাছি
-
ধর্মকর্ম2 days ago
অন্নপূর্ণাপুজো: উত্তর কলকাতার পালবাড়ি ও বালিগঞ্জের ঘোষবাড়িতে চলছে জোর প্রস্তুতি
-
ভিডিও2 days ago
Bengal Polls 2021: বিধাননগরে মুখোমুখি টক্কর সুজিত বসু-সব্যসাচী দত্তর, ময়দানে জোট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়
-
প্রবন্ধ1 day ago
First Man In Space: ইউরি গাগারিনের মহাকাশ বিজয়ের ৬০ বছর আজ, জেনে নিন কিছু আকর্ষণীয় তথ্য
-
দেশ1 day ago
Kumbh Mela 2021: করোনাবিধিকে শিকেয় তুলে এক লক্ষ মানুষের সমাগম, আজ কুম্ভের প্রথম শাহি স্নান হরিদ্বারে