Coronavirus Second Wave: কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন সীতারাম ইয়েচুরির ছেলে

0
sitaram yeachury
সীতারাম ইয়েচুরি। ফাইল ছবি

খবরঅনলাইন ডেস্ক: কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছেলে আশিস। তাঁর বয়স হয়েছিল ৩৪। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় গুরুগ্রামের মেদান্তা হাসাপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত দু’সপ্তাহ ধরে কোভিডের সঙ্গে লড়ছিলেন আশিস। তবে ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন, এমনই খবর ইয়েচুরি পরিবার সূত্রে। আশিসের আচমকা মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সকলেই।

এ দিন সকালেই টুইট করে খবরটি সবাইকে জানিয়েছেন ইয়েচুরি। তিনি লেখেন, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ সকালে আমি আমার বড়ো ছেলে আশিসকে কোভিডের কারণে হারিয়েছি। যাঁরা ওর সর্বক্ষণের সেবা করে গিয়েছেন এবং আমাদের আশা দিয়ে গিয়েছেন সেই সব চিকিৎসক, নার্স, প্রথমশ্রেণীর কর্মী, সাফাইকর্মীকে ধন্যবাদ।”

খবরঅনলাইনে আরও পড়তে পারেন

Weather Update: কালবৈশাখী এল কলকাতায়, কিন্তু মন ভরল না দক্ষিণের

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন