ওয়েবডেস্ক: দেশের রায় পাশাপাশি নজর থাকবে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ওপরে। কিন্তু তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। এই দুই রাজ্যে কি প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়ায় নবীন পট্টনায়ক এবং চন্দ্রবাবু নাইড়ুর গআর চুরমার হবে? না, কি সেই হাওয়াকে আটকে দিয়ে এই দু’জনেই ক্ষমতায় থেকে যাবেন, জানার জন্য চোখ রাখুন এখানে।
দুপুর ২:২৫- ওড়িশায় একশোর বেশি আসন জিতে ক্ষমতায় পঞ্চম বারের জন্য ফেরার পথে নবীন পট্টনায়কের বিজেডি।
দুপুর ২:২০- বিকেল ৫টায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেবেন চন্দ্রবাবু নাইড়ু।
সকাল ১১:৫০- ১৪৭টার মধ্যে ওড়িশায় ৯৪টা আসনে এগিয়ে বিজেডি। অন্ধ্রে ১৭৫-এর মধ্যে ১৪১টায় এগিয়ে ওয়াইএসআর কংগ্রেসের জগন্মোহন রেড্ডি।
সকাল ১১:১০- প্রাথমিক ইঙ্গিতে ওড়িশায় সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেল বিজেডি। অন্ধ্রে কার্যত ধুলিস্যাত চন্দ্রবাবুর টিডিপি।
সকাল ১০:৩০- প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া উড়িয়ে ওড়িশায় পঞ্চম বারের জন্য সরকার গঠন করার পথে বিজেডি। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে সুইপ করার পথে ওয়াইএসআরসিপি।
সকাল ৮:৫০- অন্ধ্রপ্রদেশ বিধানসভায় বেশ অনেকটাই এগিয়ে ওয়াইএসআরসিপি। তবে ওড়িশার ট্রেন্ড এখনও আসেনি। অরুণাচল প্রদেশে এগিয়ে বিজেপি।
সকাল ৮:০০- লোকসভার পাশাপাশি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং অরুণাচলে শুরু হয়ে গেল বিধানসভা ভোটের গণনা।।