দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, নাকাল সাধারণ মানুষ

0

ব্যাঙ্কগুলির ডাকা এক দিনের  ধর্মঘটের জেরে বিপাকে পড়লেন দেশবাসী। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে অ্যাসোসিয়েটেড ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ এবং ব্যাঙ্কিং পরিষেবা পদ্ধতির সংস্কারের প্রতিবাদে এই ধর্মঘট। ধর্মঘটের ডাক দেয় ব্যাঙ্ককর্মীদের  কর্মীদের সংগঠন দ্য ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। এই ধর্মঘটে সামিল হন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় ১০ লক্ষ কর্মী। বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কগুলিও ধর্মঘটে যোগ দেওয়ায় জনগণ আরও বেশি দুর্ভোগে পড়েন। ফোরামের বক্তব্য, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ, ৮-৯টি বড় ব্যাঙ্ক তৈরির জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ, সরকারি অংশিদারিত্ব ৪৯ শতাংশ থেকে কমিয়ে আইডিবিআইয়ের বেসরকারিকরণের পরিকল্পনা ইত্যাদি সিদ্ধান্তের বিরুদ্ধে এই ধর্মঘট ডাকা আগামী কাল ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে বলে জানান, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কার্স-এর ভাইস প্রেসিডেন্ট অশ্বিনী রানা।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ডাকা ধর্মঘটের জেরে ব্যাহত হয় এটিএম পরিষেবাও।

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন