ওয়েবডেস্ক: মন্দির থেকে সামগ্রী চুরি করার জন্য দু’জন চোরকে জেলে পাঠাল দিল্লির একটি আদালত। এ পর্যন্ত সবই ঠিক। কিন্তু জেলে পাঠানোর জন্য যে যুক্তি আদালত দিল, সেটা নিয়ে বিতর্ক বাঁধতে পারে।
জেলে পাঠানোর কারণ হিসেবে আদালত বলল, এই দুই চোর ভগবানকে ভয় পায় না।
দক্ষিণ-পূর্ব দিল্লির একটি মন্দির থেকে বিভিন্ন সামগ্রী চুরি করতে গিয়ে ধরা পড়েছিল মহেন্দ্র এবং চরণজিৎ নামে দুই চোর। এর সাজা হিসেবে তাদের ছ’মাসের কারাবাসের নির্দেশ দেয় একটি ম্যাজিস্ট্রেট আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে দায়রা আদালতে আবেদন করে তারা। সেই আদালত তাদের রেহাইয়ের আবেদন খারিজ করে দেয়।
আবেদন খারিজ করার সময় বিচারক নীরা বাহিরোকে বলেন, “আইন এবং ভগবানের প্রতি কোনো ভয় না দেখিয়ে ওই দু’জন যে ভাবে মন্দির থেকে জিনিসপত্র চুরি করেছে তাতে তাদের কারাবাসই যোগ্য সাজা।”